সরকারি দামে ডিম না মেলায় আড়তের দরজায় তালা
সরকারি দামে ডিম না মেলায় আড়তের দরজায় তালা
![]() |
উৎপাদন পর্যায়ে সরকারের নির্ধারিত দরে ডিম কিনতে না পারায় এবং সঠিক ক্রয় ভাউচার না দেওয়ায় নগরীর পাহাড়তলীর ডিমের আড়তগুলোর দরজায় তালা দিয়েছেন আড়তদার ব্যবসায়ীরা। সোমবার (১৪ অক্টোবর) সকাল থেকে নগরীর পাহাড়তলী রেলওয়ে বাজারের আড়তগুলোতে ডিম বিক্রি বন্ধ করে দেন তারা।
পাহাড়তলী ডিম ব্যবসায়ীদের অভিযোগ, খামারি ও মধ্যস্বত্বভোগী এই দুই ধাপ অতিক্রম করে চট্টগ্রামের আড়তগুলোতে ডিম আসে। তাই ঘাটে ঘাটে হাত বদলের কারণে সরকার নির্ধারিত দামে উৎপাদন পর্যায়ের দামে ডিম কিনতে পারছেন না আড়তদাররা।
এ ছাড়া খামারিদের কাছ থেকে ডিম নেওয়ার পর সঠিক মূল্যের কোনো ভাউচারও দেওয়া হয় না। কোনো কাগজ-পত্র ছাড়াই ভাউচারের বাইরে বাড়তি মূল্য নেওয়া হয়, যার প্রভাব পড়ছে পাইকারি খুচরা পর্যায়ে। সমস্যা সমাধানে উৎপাদন পর্যায়ে তদারকির আহ্বান জানিয়েছেন আড়তদাররা।
চট্টগ্রাম ডিম ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শুক্কুর লিটন জানান, বাড়তি দামে বিক্রি করার অভিযোগে ডিমের আড়তদারদের বার বার জরিমানা করা হচ্ছে। কিন্তু সরকার নির্ধারিত দরে উৎপাদন পর্যায়ে আমরা কিনতে পারছি না। খামারিদের কাছ থেকে বেশি দামে কিনতে হচ্ছে তাই আমাদেরও বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। আমরা সরকারি দামে কিনতে পারছি না, বিক্রি করতেও পারছি। তাই ডিম বিক্রি বন্ধ করে দিয়েছি। উৎপাদক পর্যায়ে দাম নিয়ন্ত্রণ বা তদারকি না করলে ডিমের দাম কমানো সম্ভব হবে না।

আরও পড়ুন

জনপ্রিয়
- কোটা নিয়ে আপিল বিভাগের শুনানি রোববার
- টানা ২য়বারের মত ‘৫ম এমারজিং এশিয়া ইনসিওরেন্স এ্যাওয়ার্ড’ অর্জন করলো সোনালী লাইফ ইন্স্যুরেন্স
- ছারছীনা দরবার শরীফের পীরের মৃত্যু
- মেট্রোরেলের ৪ স্টেশন বন্ধ
- সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
- টিএসসিতে পুলিশের সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ শিক্ষার্থীরা
- পুলিশের সঙ্গে সংঘর্ষে রেসিডেনসিয়াল কলেজের শিক্ষার্থী নিহত
- পুলিশ-আন্দোলনকারী সংঘর্ষে রণক্ষেত্র শনিরআখড়া
- উত্তরায় গুলিতে আন্দোলনরত ৪ জন নিহত
- কোটা আন্দোলন
বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ