শনিবার   ১১ মে ২০২৪ || ২৭ বৈশাখ ১৪৩১ || ০১ জ্বিলকদ ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

অবৈধ সম্পদের মামলায় ওসি প্রদীপের জামিন নামঞ্জুর

স্টাফ করেসপন্ডেন্ট, চট্টগ্রাম

১৬:২৭, ৭ অক্টোবর ২০২১

৩৫৩

অবৈধ সম্পদের মামলায় ওসি প্রদীপের জামিন নামঞ্জুর

ওসি প্রদীপ দাশ ও তার স্ত্রী চুমকি দাশ
ওসি প্রদীপ দাশ ও তার স্ত্রী চুমকি দাশ

সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার আসামি টেকনাফ থানার বরখাস্ত ওসি প্রদীপ কুমার দাশের বিরুদ্ধে দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের মামলায় জামিন নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার চট্টগ্রাম সিনিয়র স্পেশাল জজ শেখ আশফাকুর রহমানের আদালত এ আদেশ দেন। 

মামলার অন্য আসামি প্রদীপের স্ত্রী চুমকি দাশ পলাতক থাকায় তার বিরুদ্ধে গেজেট নোটিফিকেশন জারির আদেশ দিয়েছেন আদালত।

আগামী ৭ নভেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

এর আগে গত ২৬ জুলাই দুদক সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন  আদালতে চার্জশিট দাখিল করেন।

২০২০ সালের ২৩ আগস্ট দুদকের সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-২ এর তৎকালীন সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন বাদি হয়ে প্রদীপের অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলাটি করেন। মামলায় প্রদীপ দম্পতির বিরুদ্ধে ৩ কোটি ৯৫ লাখ ৫ হাজার ৬৩৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, তথ্য গোপন ও মানি লন্ডারিংয়ের অভিযোগ আনা হয়।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত