শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১ || ১৫ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

১০ দাবি জানিয়ে শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

স্টাফ করেসপন্ডেন্ট

১৫:২৭, ২৫ নভেম্বর ২০২১

আপডেট: ১৬:৩০, ২৫ নভেম্বর ২০২১

৫৮৪

১০ দাবি জানিয়ে শিক্ষার্থীদের ৪৮ ঘণ্টার আল্টিমেটাম

আন্দোলনে নামা শিক্ষার্থীরা ১০ দফা দাবি দিয়েছেন
আন্দোলনে নামা শিক্ষার্থীরা ১০ দফা দাবি দিয়েছেন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ির ধাক্কায় রাজধানীর গুলিস্তানে নটর ডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসানের নিহতের বিচার চেয়ে আন্দোলনে নামা শিক্ষার্থীরা ১০ দফা দাবি দিয়েছেন। এসব দাবি মানতে সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন তারা।

**নাঈমের মৃত্যুর বিচার দাবিতে নটর ডেমের শিক্ষার্থীরা সড়কে

নটর ডেমের শিক্ষার্থীদের সঙ্গে আন্দোলনে একাত্মতা জানিয়ে বিক্ষোভ মিছিল করছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয় এবং সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুরের পর শান্তিনগর, কাকরাইল ও বেইলি রোড এলাকায় বিক্ষোভ মিছিল করে এই কয়েক প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

নাঈমের নিহতের ঘটনার বিচারের পাশাপাাশি অন্য দাবির মধ্যে রয়েছে শিক্ষার্থীদের জন্য বাস ভাড়া অর্ধেক করা, প্রতিটি জেলা শহরে তাদের জন্য বাসের ব্যবস্থা করা, ট্রাফিক আইনের যথাযথ প্রয়োগ। এর বাইরে নাঈম হাসানের পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণের দাবিও জানিয়েছেন আন্দোলনকারীরা।

তারা বলছেন, ৪৮ ঘণ্টার মধ্যে দাবি আদায় না হলে রবিবার আরও কঠোর আন্দোলনে নামবেন তারা।

১. যথাযথ তদন্ত করে নাঈমের ‘হত্যাকারীদের’ সর্বোচ্চ শাস্তি প্রদান।
২. জেলাশহরের বিভিন্ন রুটে শুধু শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস চালু।
৩. স্কুল-কলেজের সামনে হর্ন ও ওভারস্পিড-এর জন্য স্টুডেন্টদের কাছে জরিমানা এবং প্রশাসনের কাছে হস্তান্তরের অধিকার প্রদান।
৪. সব ছাত্রের জন্য হাফ পাস নিশ্চিতকরণ।
৫. প্রত্যেক শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে একাধিক স্পিড ব্রেকার নির্মাণ।
৬. শহরের প্রতিটি অচল ট্রাফিক লাইটের সংস্কার এবং সঠিক ব্যবহার করা।
৭. ট্রাফিক আইনের সঠিক প্রয়োগ।
৮. জেব্রা ক্রসিংয়ের পূর্ণাঙ্গ ব্যবহার নিশ্চিতকরণ।
৯. চলন্ত বাসে যাত্রী উঠানামা করালে প্রত্যেক বাসকে আইনের আওতায় আনা।
১০. নিরাপদ সড়ক আইনের যথাযথ বাস্তবায়ন।

দাবিগুলোর বাস্তবায়নে রাজধানীর বিভিন্ন পয়েন্টে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

ফার্মগেটে শিক্ষার্থীদের ২০১৮ সালের মতো বিভিন্ন গাড়ির লাইসেন্স চেক করতে দেখা যায়। বিশেষ করে তারা সরকারি গাড়িগুলোর লাইসেন্স চেক করছে বেশি। এসবের মধ্যে রয়েছে পুলিশের, সচিবালয়ের গাড়ি।

বুধবার শিক্ষার্থী নাঈম গুলিস্তানে সড়ক পার হওয়ার সময় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লার গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে সে পড়ে যায়। এরপর গাড়িটি না থেমে তাকে চাপা দেয়। 

এ ঘটনায় চালকের সহকারীকে বুধবার রাতে গ্রেতার করেছে পুলিশ। জানা গেছে চালক তার সহকারীকে গাড়ি দিয়ে বাসায় চলে যান। ঘটনার সময় গাড়িটি চালাচ্ছিলেন চালকের সহকারী। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত