সোমবার   ০৪ নভেম্বর ২০২৪ || ২০ কার্তিক ১৪৩১ || ২৯ রবিউস সানি ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আসাদ আলম সিয়াম- এর কবিতা

আসাদ আলম সিয়াম

২২:২৫, ২০ এপ্রিল ২০২২

আপডেট: ২২:২৫, ২০ এপ্রিল ২০২২

৮৩৭

আসাদ আলম সিয়াম- এর কবিতা


নির্বাণ

ক্রুশবিদ্ধ যিশুর মতো
তোমার দৃষ্টি তখন বরফ শান্ত,
যেনো খানিক পরেই পৌঁছাবে ঈশ্বর সান্নিধ্যে

অথচ তখনো হচ্ছিলো ক্ষরণ অন্য কোথাও,
বিন্দু বিন্দু রক্তকণায় ভেসে উঠছিলো গোলাপের দল -
যে আভার কথা ভাবছিলে,
সে আলো নয়, অগ্নুৎপাত;
যে উষ্ণতা চাচ্ছিলে,
সেও উত্তাপ ভীষণ, বিস্ফোরণের।

আমাদের ফিরে যাবার সকল পথই তখন রুদ্ধ,
ফিরবার পথ ভাঙতে ভাঙতে আমরা পৌঁছেছি আর্কেডিয়ায় –
কবিতা থেকে পালিয়েছে পংক্তি সব,
পংক্তি থেকে শব্দ,
আর শব্দ থেকে অক্ষররা দল বেধে ফিরে গিয়েছে ছাপাখানায়!

তোমার দৃষ্টিতেও হয়তো ঝলসে উঠেছিলো হ্যামলেটের ছুরি।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank