আসাদ আলম সিয়াম- এর কবিতা
আসাদ আলম সিয়াম- এর কবিতা
![]() |
নির্বাণ
ক্রুশবিদ্ধ যিশুর মতো
তোমার দৃষ্টি তখন বরফ শান্ত,
যেনো খানিক পরেই পৌঁছাবে ঈশ্বর সান্নিধ্যে
অথচ তখনো হচ্ছিলো ক্ষরণ অন্য কোথাও,
বিন্দু বিন্দু রক্তকণায় ভেসে উঠছিলো গোলাপের দল -
যে আভার কথা ভাবছিলে,
সে আলো নয়, অগ্নুৎপাত;
যে উষ্ণতা চাচ্ছিলে,
সেও উত্তাপ ভীষণ, বিস্ফোরণের।
আমাদের ফিরে যাবার সকল পথই তখন রুদ্ধ,
ফিরবার পথ ভাঙতে ভাঙতে আমরা পৌঁছেছি আর্কেডিয়ায় –
কবিতা থেকে পালিয়েছে পংক্তি সব,
পংক্তি থেকে শব্দ,
আর শব্দ থেকে অক্ষররা দল বেধে ফিরে গিয়েছে ছাপাখানায়!
তোমার দৃষ্টিতেও হয়তো ঝলসে উঠেছিলো হ্যামলেটের ছুরি।

আরও পড়ুন
সাহিত্য বিভাগের সর্বাধিক পঠিত
- দাম দিয়ে কিনেছি বাংলা
- ধারাবাহিক অনুবাদ উপন্যাস
১৯৮৪ ।। মূল: জর্জ অরওয়েল ।। অনুবাদ: মাহমুদ মেনন - ধারাবাহিক অনুবাদ উপন্যাস
১৯৮৪ ।। মূল: জর্জ অরওয়েল ।। অনুবাদ: মাহমুদ মেনন [পর্ব-৩] - ধারাবাহিক অনুবাদ উপন্যাস
১৯৮৪ ।। মূল: জর্জ অরওয়েল ।। অনুবাদ: মাহমুদ মেনন, [পর্ব-২] - শোকস্রোতের নীলমণি: নাট্যদিশারী আফসার আহমদ
- ভ্রমণকাহিনী: ইরানি গোলেস্তান আর ঝর্ণার গল্প
- ধারাবাহিক আত্মকথা । শংকিত পদযাত্রা । খ ম হারূন । পর্ব ১৩
- রশীদ হায়দার আর নেই
- ধারাবাহিক আত্মকথা । শংকিত পদযাত্রা । খ ম হারূন । পর্ব ২৪
- সিলভিয়া প্লাথের শেষ বই