শুক্রবার   ২১ মার্চ ২০২৫ || ৭ চৈত্র ১৪৩১ || ১৯ রমজান ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট দুতার্তে গ্রেপ্তার

ইন্টারন্যাশনাল ডেস্ক

১৩:১৫, ১১ মার্চ ২০২৫

৩৮৮

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট দুতার্তে গ্রেপ্তার

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রুদ্রিগো দুতার্তেকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। মঙ্গলবার (১১ মার্চ) দেশটির রাজধানী ম্যানিলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। খবর বিবিসি ও নিউইয়র্ক টাইমসের। 

প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) দুতার্তের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারির পর রুদ্রিগো দুতের্তেকে গ্রেপ্তার করা হলো। 

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার রদ্রিগো দুতার্তে ম্যানিলা বিমানবন্দরে পৌঁছানোর পর ফিলিপাইনের পুলিশ তাকে গ্রেপ্তার করে। সাবেক এই প্রেসিডেন্ট এখন (পুলিশ) হেফাজতে রয়েছেন।

বিবিসি বলছে, দুতার্তে যখন প্রেসিডেন্ট ছিলেন তখন নৃশংস মাদক বিরোধী অভিযান চালান।  ২০১৬ থেকে ২০২২ সালে তার শাসনামলে এই অভিযানে হাজার হাজার লোক নিহত হয়। 

৭৯ বছর বয়সী দুতার্তে এর আগে বলেছিলেন, তিনি জেলে যাওয়ার জন্য প্রস্তুত আছেন। দুতার্তের সাবেক মুখপাত্র সালভাদোর প্যানেলো এই গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন। তিনি একে বেআইনি হিসেবে উল্লেখ করেছেন। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত