৩ হাজার সন্ত্রাসীকে হত্যার দাবি তুরস্কের
৩ হাজার সন্ত্রাসীকে হত্যার দাবি তুরস্কের
![]() |
২০২৪ সালে তুরস্ক তিন হাজার ৭০ জন সন্ত্রাসীকে হত্যা করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জেকি আকতুর্ক বৃহস্পতিবার (২ জানুয়ারি) এই তথ্য জানিয়েছেন। খবর আনাদোলু এজেন্সির।
জেকি আকতুর্ক জানান, নিহতদের মধ্যে সিরিয়ার উত্তরাঞ্চলের ছিলেন এক হাজার ৫৭৯ সন্ত্রাসী এবং ইরানের উত্তরাঞ্চলের এক হাজার ৪৯১ জন।
সিরিয়া ও ইরাকের সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে তুরস্কের সামরিক বাহিনীর যে চলমান প্রচেষ্টা- এসব হতাহত তারই প্রতিফলন বলে উল্লেখ করেছেন তিনি।
সংবাদ সম্মেলনে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে মোট তিন হাজার ৭০ জন সন্ত্রাসীকে নিষ্ক্রিয় করা হয়েছে। এ ছাড়া তুরস্কের কর্তৃপক্ষের কাছে গত বছর ১০৭ জন সন্ত্রাসী আত্মসমর্পণ করেছে বলে জানান আকতুর্ক।
ইরাক ও সিরিয়ার অভিযানের সময় সন্ত্রাসীদের অনেক আস্তানা, অস্ত্র ভাণ্ডার, গোলাবারুদ এবং অন্যান্য বস্তু খুঁজে পাওয়া গেছে বলেও তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে।
আকতুর্ক জোর দিয়ে বলেছেন, সন্ত্রাসীদের একদম নির্মূল না করা পর্যন্ত আমাদের লড়াই বিনা বাধায় অব্যাহত থাকবে।

আরও পড়ুন
- আসন্ন মধ্যপ্রাচ্য সফরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারেন ট্রাম্প: রিপোর্ট
- ৪৩টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞার পরিকল্পনা ট্রাম্পের
- প্রার্থীতা থেকে সরে দাঁড়ালেন বাইডেন, সমর্থন কমলা হ্যারিসকে
- এবার ইরানের ধর্মীয় শহর মাশহাদে ভয়াবহ বিস্ফোরণ
- ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা
- লস অ্যাঞ্জেলেসে উদ্ধার টিমসহ মানবিক সহায়তা পাঠাতে চায় ইরান
- বিদেশে প্রায় ৩০টি দূতাবাস-কনস্যুলেট বন্ধ করে দিতে পারে যুক্তরাষ্ট্র: রিপোর্ট
- মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ২০০০ ছাড়িয়েছে: রিপোর্ট
- ৫ হাজার ৪০০ কর্মীকে ছাঁটাই করছে পেন্টাগন
- আমরা বাঁধের মুখ খুলিনি, একা একা খুলে গেছে: ভারত