রোববার   ২৮ ডিসেম্বর ২০২৫ || ১৩ পৌষ ১৪৩২ || ০৬ রজব ১৪৪৭

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

৩ হাজার সন্ত্রাসীকে হত্যার দাবি তুরস্কের

ইন্টারন্যাশনাল ডেস্ক

১৫:২৩, ৩ জানুয়ারি ২০২৫

৩৯৪

৩ হাজার সন্ত্রাসীকে হত্যার দাবি তুরস্কের

২০২৪ সালে তুরস্ক তিন হাজার ৭০ জন সন্ত্রাসীকে হত্যা করেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জেকি আকতুর্ক বৃহস্পতিবার (২ জানুয়ারি) এই তথ্য জানিয়েছেন। খবর আনাদোলু এজেন্সির। 

জেকি আকতুর্ক জানান, নিহতদের মধ্যে সিরিয়ার উত্তরাঞ্চলের ছিলেন এক হাজার ৫৭৯ সন্ত্রাসী এবং ইরানের উত্তরাঞ্চলের এক হাজার ৪৯১ জন।

সিরিয়া ও ইরাকের সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে তুরস্কের সামরিক বাহিনীর যে চলমান প্রচেষ্টা- এসব হতাহত তারই প্রতিফলন বলে উল্লেখ করেছেন তিনি।  

সংবাদ সম্মেলনে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ২০২৪ সালের ১ জানুয়ারি থেকে মোট তিন হাজার ৭০ জন সন্ত্রাসীকে নিষ্ক্রিয় করা হয়েছে। এ ছাড়া তুরস্কের কর্তৃপক্ষের কাছে গত বছর ১০৭ জন সন্ত্রাসী আত্মসমর্পণ করেছে বলে জানান আকতুর্ক। 

ইরাক ও সিরিয়ার অভিযানের সময় সন্ত্রাসীদের অনেক আস্তানা, অস্ত্র ভাণ্ডার, গোলাবারুদ এবং অন্যান্য বস্তু খুঁজে পাওয়া গেছে বলেও তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে। 

আকতুর্ক জোর দিয়ে বলেছেন, সন্ত্রাসীদের একদম নির্মূল না করা পর্যন্ত আমাদের লড়াই বিনা বাধায় অব্যাহত থাকবে। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত