শনিবার   ০৭ ডিসেম্বর ২০২৪ || ২২ অগ্রাহায়ণ ১৪৩১ || ০৩ জমাদিউস সানি ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বোরকা নিষিদ্ধ হচ্ছে সুইজারল্যান্ডে, মুখ ঢাকলেই জরিমানা

ইন্টারন্যাশনাল ডেস্ক

১৮:১৩, ৯ নভেম্বর ২০২৪

১৩৩

বোরকা নিষিদ্ধ হচ্ছে সুইজারল্যান্ডে, মুখ ঢাকলেই জরিমানা

আগামী বছরের জানুয়ারি থেকে সুইজারল্যান্ডে মুখ ঢেকে রাখা নিষিদ্ধ আইন কার্যকর হচ্ছে। ওই সময় থেকে কোনো নারী মুখ ঢাকা অবস্থায় জনসম্মুখে বের হলে ১ হাজার ১৫০ ডলার জরিমানা গুনতে হবে।

এক প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বোরকা নিষিদ্ধে ২০২১ সালে সুইজারল্যান্ডে গণভোট অনুষ্ঠিত হয়। ওই গণভোটে মুখ ঢেকে রাখার ওপর নিষেধাজ্ঞা দেয়ার পক্ষে রায় দেয় দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ। এরপর সরকার সিদ্ধান্ত নেয়, ২০২৫ সালের ১ জানুয়ারি থেকে এ গণরায় কার্যকর করা হবে।

 সুইজার‌্যলান্ডের ফেডারেল কাউন্সিল এক ঘোষণায় জানিয়েছে, বোরকা পরা নিষিদ্ধের আইন কার্যকরের তারিখ ধার্য করা হয়েছে এবং যারা এই আইন ভাঙবেন তাদের অন্তত এক হাজার ১৪৪ ডলার জরিমানা হতে পারে। যা বাংলাদেশি মুদ্রায় এক লাখ ৩৭ হাজার টাকার বেশি।
  
সুইজারল্যান্ড সরকার জানিয়েছে, ২০২৫ সাল থেকে কার্যকর হতে যাওয়া আইনটি বিমানবন্দর, কূটনৈতিক এবং কনস্যুলার এলাকায় কার্যকর হবে না। এছাড়া ধর্মীয় ও পবিত্র স্থানগুলোতেও এই আইন কার্যকর হবে না। অর্থাৎ এসব এলাকায় মুখ ঢেকে রাখা যাবে।
 
এছাড়া স্বাস্থ্যজনিত, আবহাওয়াজনিত ও ট্র্যাডিশনাল কারণেও মুখ ঢাকার সুযোগ দেয়া হবে বলে জানিয়েছে সুইজারল্যান্ড সরকার। এক বিবৃতিতে বলা হয়েছে, বিনোদনের ক্ষেত্রে, বিজ্ঞাপনের কাজের ক্ষেত্রে ও ব্যক্তিগত সুরক্ষার প্রয়োজনে মুখ ঢেকে রাখা যাবে। তবে এক্ষেত্রে আগে থেকে কর্তৃপক্ষর কাছ থেকে অনুমতি নিতে হবে।

এদিকে বোরকার ওপর নিষেধাজ্ঞা নিয়ে মুসলিম সংগঠনগুলো এ আইনটির কঠোর সমালোচনা করেছে। এ আইন সেই একই গোষ্ঠীর উদ্যোগে চালু করা হয়েছে, যারা ২০০৯ সালে নতুন মিনার নির্মাণের ওপর নিষেধাজ্ঞা আরোপের পক্ষে ছিল।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত