মঙ্গলবার   ১৭ জুন ২০২৫ || ২ আষাঢ় ১৪৩২ || ১৭ জ্বিলহজ্জ ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

হিজবুল্লাহর নতুন প্রধান নাইম কাসেম

ইন্টারন্যাশনাল ডেস্ক

১৬:৩৪, ২৯ অক্টোবর ২০২৪

হিজবুল্লাহর নতুন প্রধান নাইম কাসেম

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নতুন প্রধান হিসেবে শেখ নাইম কাসেমের নাম ঘোষণা করা হয়েছে। তিনি এতদিন গোষ্ঠীটির উপ-মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) হিজবুল্লাহর পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। খবর আল-জাজিরার।

গত সেপ্টেম্বরের শেষের দিকে লেবাননে বৈরুতে ইসরায়েলি হামলায় নিহত হন সাবেক হিজবুল্লাহপ্রধান হাসান নাসরুল্লাহ। নাসরুল্লাহকে হত্যার পর সশস্ত্র গোষ্ঠীটির শীর্ষস্থানীয় বহু নেতাকে লক্ষ্য করেও হামলা চালায় ইসরায়েল। এতে হাসান নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরি হাশেম সাফিউদ্দীনও নিহত হন। যার ফলে নাইম কাসেম এখন হাসান নাসরুল্লাহর উত্তরসূরি হলেন।

এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে, নাইম কাসেমকে হিজবুল্লাহর নীতি ও লক্ষ্যের প্রতি আনুগত্যের কারণে নির্বাচিত হয়েছেন।

বিবৃতিতে আরও বলা হয়, তারা দোয়া করবে সর্বশক্তিমান আল্লাহ যেন হিজবুল্লাহ এবং ইসলামি প্রতিরোধের নেতৃত্বের দিকনির্দেশনা দেন।

উল্লেখ্য, ৭১ বছর বয়সি কাসেমকে প্রায়শই হিজবুল্লাহর শীর্ষস্থানীয় নেতা হিসেবে উল্লেখ করা হয়ে থাকে। তিনি ১৯৮০’র দশকে প্রতিষ্ঠিত সশস্ত্র এই গোষ্ঠীটির প্রতিষ্ঠাকালীন একজন ধর্মীয় স্কলার।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত