রোববার   ০৩ নভেম্বর ২০২৪ || ১৯ কার্তিক ১৪৩১ || ২৮ রবিউস সানি ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

পাকিস্তানে নিরাপত্তা বাহিনী-সন্ত্রাসীর তুমুল গোলাগুলি, লেফটেন্যান্ট কর্নেলসহ নিহত ১২ 

ইন্টারন্যাশনাল ডেস্ক

২১:০২, ৫ অক্টোবর ২০২৪

২৮৮

পাকিস্তানে নিরাপত্তা বাহিনী-সন্ত্রাসীর তুমুল গোলাগুলি, লেফটেন্যান্ট কর্নেলসহ নিহত ১২ 

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের নর্থ ওয়াজিরিস্তানের স্পিনওয়াম এলাকায় সন্ত্রাসীদের সঙ্গে দেশটির নিরাপত্তা বাহিনীর তুমুল গোলাগুলি হয়েছে। এতে একজন লেফটেন্যান্ট কর্নেলসহ ছয় সেনা নিহত হয়েছে। শনিবার (৫ অক্টোবর) পাকিস্তানের ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশন্স (আইএসপিআর) এই তথ্য জানিয়েছে। খবর জিও নিউজের। 

বিবৃতিতে বলা হয়েছে, ৪-৫ অক্টোবর রাতে দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে। এতে ছয়জন সন্ত্রাসীও নিহত হয়েছে। এই অভিযানের নেতৃত্ব দিচ্ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ আলী সৈকত। তিনিও গোলাগুলিতে শহীদ হয়েছেন। 

এছাড়া এতে আরও শহীদ হয়েছেন ল্যান্স নায়েক মুহাম্মদ উল্লাহ, ল্যান্স নায়েক ইউসুফ আলী, ল্যান্স নায়েক শহীদ উল্লাহ, ল্যান্স নায়েক আক্তার জামান এবং সিপাহী জামিল আহমেদ। 

আইএসপিআর-এর বিবৃতিতে আরও বলা হয়েছে, সন্ত্রাসবাদ নির্মূল করতে নিরাপত্তা বাহিনী বদ্ধপরিকর। আমাদের সাহসী সেনাদের আত্মত্যাগ আমাদের দৃঢ়সংকল্পকে আরও শক্তিশালী করবে। 

সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে সন্ত্রাসী হামলার পরিমাণ অনেক বেড়েছে। বিশেষ করে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এসব হামলা হচ্ছে। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত