কমলা হ্যারিসের সঙ্গে আর বিতর্ক চান না ট্রাম্প
কমলা হ্যারিসের সঙ্গে আর বিতর্ক চান না ট্রাম্প
![]() |
মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্রেট দলের প্রার্থী কমলা হ্যারিসের সঙ্গে আর কোনো টেলিভিশন বিতর্কে অংশ নেবেন না বলে জানিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও রিপাবলিকান পার্থী ডোনাল্ড ট্রাম্প। খবর বিবিসির।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ট্রাম্প তার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী নভেম্বরে অনুষ্ঠেয় মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে কমলার সঙ্গে আর নির্বাচনী বিতর্কে অংশ নিচ্ছেন না।
এর আগে গত মঙ্গলবার টেলিভিশন চ্যানেল এবিসি নিউজের আয়োজনে প্রথমবারের মতো ট্রাম্পের সঙ্গে কমলার মুখোমুখি বিতর্ক হয়েছে। বেশ কয়েকটি তাৎক্ষণিক জরিপে বলা হয়েছে, বিতর্কে হ্যারিস ট্রাম্পের চেয়ে ভালো পারফর্ম করেছেন।
তবে ট্রাম্প বলেছেন, ভাইস প্রেসিডেন্ট হিসেবে কমলার উচিৎ তার দায়িত্বে মনোনিবেশ করা।
সিএনএনের এক জরিপে বলা হয়েছে, বিতর্কে ট্রাম্পের তুলনায় কমলা বেশ ভালো করেছেন। জরিপে কমলার পয়েন্ট ৬৩ এবং ট্রাম্পের ৩৭। এ ছাড়া ইউগভের জরিপ অনুযায়ী, বিতর্কে কমলা ও ট্রাম্পের পয়েন্ট যথাক্রমে ৪৩ ও ৩২।

আরও পড়ুন
- ৪৩টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞার পরিকল্পনা ট্রাম্পের
- প্রার্থীতা থেকে সরে দাঁড়ালেন বাইডেন, সমর্থন কমলা হ্যারিসকে
- লস অ্যাঞ্জেলেসে উদ্ধার টিমসহ মানবিক সহায়তা পাঠাতে চায় ইরান
- ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা
- বিদেশে প্রায় ৩০টি দূতাবাস-কনস্যুলেট বন্ধ করে দিতে পারে যুক্তরাষ্ট্র: রিপোর্ট
- ৫ হাজার ৪০০ কর্মীকে ছাঁটাই করছে পেন্টাগন
- মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ২০০০ ছাড়িয়েছে: রিপোর্ট
- আমরা বাঁধের মুখ খুলিনি, একা একা খুলে গেছে: ভারত
- শীর্ষ ৫০০ বিলিয়নিয়ারের তালিকা থেকে বাদ পড়লেন ট্রাম্প
- দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল গ্রেফতার