পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মারা গেছেন
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মারা গেছেন
পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মারা গেছেন। আজ বৃহস্পতিবার সকালে পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর খবর জানানো হয়েছে। সিপিএমের বর্ষীয়ান এ নেতার বয়স হয়েছিল ৮০ বছর। পশ্চিমবঙ্গের ৩৪ বছরের বাম শাসনামলে বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন শেষ বাম মুখ্যমন্ত্রী।
তার সন্তান সুচেতন জানিয়েছেন, বুদ্ধদেব ভট্টাচার্য বৃহস্পতিবার প্রাতঃরাশ খাচ্ছিলেন। সেই সময় তিনি অসুস্থ হয়ে পড়েন। পাম অ্যাভিনিউয়ের বাসভবনেই তিনি মারা যান।
বেশ কিছুদিন ধরে বুদ্ধদেব ভট্টাচার্য শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। গত কয়েক বছর তিনি ঘরবন্দী ছিলেন। বেশ কয়েকবার হাসপাতালেও ভর্তি হতে হয়েছে। এর আগে তিনি কোভিডেও আক্রান্ত হয়েছিলেন।
জ্যোতি বসুর পরে মুখ্যমন্ত্রী হন বুদ্ধদেব। তিনিই উদ্যোগ নিয়ে রাজ্যে শিল্পায়নের জন্য টাটাদের সিঙ্গুরে নিয়ে এসেছিলেন। শিল্পপতিরা যাতে রাজ্যে বিনিয়োগ করেন, তার চেষ্টা করেছেন। তার মুখ্যমন্ত্রিত্বের সময়ে সিঙ্গুর ও নন্দীগ্রাম আন্দোলন তীব্র হয়ে ওঠে। বামশাসনের অবসান ঘটে।
ছাত্রনেতা থেকে রাজ্যের মন্ত্রী ও মুখ্যমন্ত্রী হয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তিনি ছিলেন সংস্কৃতিমনস্ক মানুষ, সুলেখক এবং স্বাধীনচেতা। ২০২২ সালে তিনি পদ্মভূষণ প্রত্যাখ্যান করেন।
পশ্চিমবঙ্গ সিপিএমের সাধারণ সম্পাদক মহম্মদ সেলিম জানিয়েছেন, বৃহস্পতিবার সকালে তার দেহ বাড়িতে রাখা হবে আত্মীয়-বন্ধুদের শ্রদ্ধা জানাবার জন্য। শুক্রবার সকালে তা আলিমুদ্দিন স্ট্রিটের দলীয় অফিসে আনা হবে। সেখান থেকে শুরু হবে শেষ যাত্রা। সেলিম জানিয়েছেন, বুদ্ধবাবু দেহদান করে গিয়েছিলেন। সেইমতো এসএসকেএম হাসপাতালে দেহ দান করা হবে।
আরও পড়ুন
জনপ্রিয়
- রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী গ্রেফতার
- হাসাপাতলের বাইরে হঠাৎ মোটরশোভাযাত্রায় ট্রাম্প
করোনা খুবই ইন্টারেস্টিং বিষয় - নিজের আসন নন্দীগ্রামে হেরেই গেলেন মমতা
- সৌদির পতাকা থেকে কালেমা বাদ যাচ্ছে না: গাল্ফ নিউজ
- জীবনের কোড পুনর্লিখন, রসায়নে নোবেল পেলেন দুই নারী বিজ্ঞানী
- ৯১ এ চলে গেলেন কুয়েতের আমির শেখ সাবাহ আল আহমেদ আল জাবের
- প্রায় তিন দশকের বিতর্কের অবসান হবে কি?
বাবরি মসজিদ ধ্বংসের রায় আজ - মহাশূন্য যাত্রার নবযুগ, স্পেসএক্স`র ক্যাপসুল চেপে উড়াল ৪ নভোচারীর
- আমেরিকার ৪৬তম প্রেসিডেন্ট বাইডেন, হেরে গেলেন ট্রাম্প
- ভয়াবহ পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা, ৮০ মিলিয়ন গ্যালন তেল নিয়ে ডুবে যাচ্ছে নামারবিয়া!