বুধবার   ১৮ সেপ্টেম্বর ২০২৪ || ২ আশ্বিন ১৪৩১ || ১২ রবিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কাঁপলো ফিলিপাইন

ইন্টারন্যাশনাল ডেস্ক

১২:২২, ৩ আগস্ট ২০২৪

১৬৯

৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কাঁপলো ফিলিপাইন

ফিলিপাইনের মিন্দানাও দ্বীপে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়েছে। শনিবার (৩ আগস্ট) স্থানীয় সময় ভোর ৬টা ৩০মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল বার্কেলোনা গ্রামে, ভূপৃষ্ঠ থেকে ২০ কিলোমিটার গভীরে।

এদিকে, শক্তিশালী ভূমিকম্প হলেও এতে এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। সুনামির আশঙ্কাও নেই বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

বার্কেলোনার পার্শ্ববর্তী শহর লিঙিগের পৌরসভার কর্মকর্তা ইয়ান অনসিং বলেন, ভূমিকম্পটি বেশ শক্তিশালী ছিল। আমি ঘুম থেকে হঠাৎ জেগে উঠে দেখি, ঘরের আসবাবপত্র কাঁপছে। ভূমিকম্পটি প্রায় ১০-১৫ সেকেন্ড স্থায়ী হয়েছিল।

আরেক কর্মকর্তা জেরোমি রামিরেজের দাবি, ভূমিকম্পটি অন্তত ৩০ সেকেন্ড স্থায়ী ছিল। তবে ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে বিভিন্ন দেশে যে মাত্রার ক্ষয়ক্ষতি হয়, সেই তুলনায় বার্কেলোনা ও তার আশপাশে ক্ষয়ক্ষতি অনেক কম হয়েছে। এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, কিছু বাড়িঘর ভেঙে পড়া ছাড়া আর তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইন সক্রিয় প্যাসিফিক ‘রিং অব ফায়ারে’ অবস্থিত। এ কারণে দেশটিতে প্রায়ই ভূমিকম্প আঘাত হানে। রিং অব ফায়ার হচ্ছে তীব্র ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্নুৎপাতপ্রবণ একটি অঞ্চল যা জাপান থেকে দক্ষিণ-পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অববাহিকা জুড়ে বিস্তৃত।

এর আগে গত ২ ডিসেম্বর মিন্দানাওয়ে ৭ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। তাতে অন্তত তিনজনের মৃত্যু হয়েছিল।

সূত্র : এএফপি

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত