বুধবার   ১৮ সেপ্টেম্বর ২০২৪ || ২ আশ্বিন ১৪৩১ || ১২ রবিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

খালেদ মাশাল হতে পারেন হামাসের নতুন নেতা

ইন্টারন্যাশনাল ডেস্ক

১১:৪২, ২ আগস্ট ২০২৪

১৫৪

খালেদ মাশাল হতে পারেন হামাসের নতুন নেতা

ইরানের তেহরানে হামাসের রাজনৈতিক শাখার নেতা ইসমাইল হানিয়া হত্যাকাণ্ডের পর হামাসের রাজনৈতিক শাখার নতুন নেতা কে হতে পারেন– তা নিয়ে চলছে জল্পনা। হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়েছে, ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠনটির নতুন শীর্ষ নেতা হওয়ার দৌড়ে এগিয়ে আছেন দলটির আরেক নেতা খালেদ মাশাল। তবে খলিল আল-হাইয়ার নামও উঠছে। ফিলিস্তিনের গাজায় তিনি হামাসের একজন শীর্ষ কর্মকর্তা। তবে সার্বিক হিসাবনিকাশে খালেদ এগিয়ে আছেন।

ইসমাইল হানিয়াকে হত্যার কয়েক ঘণ্টার মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ইসরায়েলে সরাসরি হামলা চালানোর জন্য দেশটির নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছেন। ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে হানিয়া সেখানে গিয়েছিলেন। বৃহস্পতিবার তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। তেহরানে খোদ খামেনি ওই জানাজা পড়ান। এতে লাখ লাখ মানুষ অংশ নিয়েছেন। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত