মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০২৪ || ১ আশ্বিন ১৪৩১ || ১০ রবিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ইউক্রেন যাচ্ছেন নরেন্দ্র মোদি 

ইন্টারন্যাশনাল ডেস্ক

১২:৪৯, ২৭ জুলাই ২০২৪

৩২১

ইউক্রেন যাচ্ছেন নরেন্দ্র মোদি 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী আগস্ট মাসে ইউক্রেন সফরে যাচ্ছেন। ২০২২ সালে দেশটিতে রাশিয়ার আগ্রাসন শুরুর পর প্রথমবার মোদি দেশটিতে যাচ্ছেন। সূত্রের বরাত দিয়ে শনিবার (২৭ জুলাই) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির অনলাইন প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

গত মাসে ইতালিতে জি-৭ সম্মেলনের ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে দেখা হয় মোদির। এরপরেই মোদির ইউক্রেন সফরের খবর প্রকাশ্যে এলো।

এর আগে চলতি বছরের মার্চে জেলেনস্কির সঙ্গে ফোনে মোদি ভারত ও ইউক্রেনের সম্পর্ক জোরদারের বিষয়ে কথা বলেছেন। সেইসঙ্গে চলমান সংঘাত কূটনৈতিক ও আলোচনার মাধ্যমে নিরসনের আহ্বান জানান। 

এছাড়া চলতি মাসের শুরুর দিকে দুই দিনের সফরে রাশিয়া যান মোদি। সেখানে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক হয়েছে মোদির। 

পুতিনের সঙ্গে বৈঠকে মোদি বলেন, সংঘাতে কোনো সমাধান নেই এবং যুদ্ধক্ষেত্রেও এর সমাধান পাওয়া যাবে না। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত