হাসপাতাল ছেড়েছেন ট্রাম্প
হাসপাতাল ছেড়েছেন ট্রাম্প
![]() |
হাসপাতাল ছেড়ে নিউ জার্সির বাড়িতে ফিরেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির স্থানীয় সময় শনিবার (১৩ জুলাই) সন্ধ্যায় পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক নির্বাচনী জনসভায় বক্তৃতা দেওয়ার সময় হামলার শিকার হন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী। খবর বিবিসির।
প্রতিবেদন বলা হয়েছে, অতর্কিত ওই হামলায় রক্তাক্ত হওয়ার পর হাসপাতালে নেওয়া হয়েছিল ট্রাম্পকে। সেখান থেকে তিনি বাড়িতে ফিরেছেন।
এদিকে ডোনাল্ড ট্রাম্পের প্রচার দল জানিয়েছে, পরিকল্পনা অনুযায়ী সাবেক এই প্রেসিডেন্ট রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে যোগ দেবেন। ওই সম্মেলনে তাকে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন দেওয়া হবে।
সোমবার ওই সম্মেলন শুরু হওয়ার কথা, যেখানে ট্রাম্পকে তার ভাইস প্রেসিডেন্টের নাম ঘোষণা করার কথা রয়েছে। প্রচার দল জানিয়েছে, ‘ট্রাম্প ‘ভালো আছেন’।

আরও পড়ুন
- আসন্ন মধ্যপ্রাচ্য সফরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারেন ট্রাম্প: রিপোর্ট
- ৪৩টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞার পরিকল্পনা ট্রাম্পের
- প্রার্থীতা থেকে সরে দাঁড়ালেন বাইডেন, সমর্থন কমলা হ্যারিসকে
- এবার ইরানের ধর্মীয় শহর মাশহাদে ভয়াবহ বিস্ফোরণ
- ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা
- লস অ্যাঞ্জেলেসে উদ্ধার টিমসহ মানবিক সহায়তা পাঠাতে চায় ইরান
- বিদেশে প্রায় ৩০টি দূতাবাস-কনস্যুলেট বন্ধ করে দিতে পারে যুক্তরাষ্ট্র: রিপোর্ট
- মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ২০০০ ছাড়িয়েছে: রিপোর্ট
- ৫ হাজার ৪০০ কর্মীকে ছাঁটাই করছে পেন্টাগন
- আমরা বাঁধের মুখ খুলিনি, একা একা খুলে গেছে: ভারত