রাশিয়া যে কোনো সময় ইউক্রেনের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত: পুতিন
রাশিয়া যে কোনো সময় ইউক্রেনের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত: পুতিন
![]() |
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মস্কো যে কোনো সময়, যে কোনো জায়গায় ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনা করতে প্রস্তুত। বৃহস্পতিবার ভিয়েতনামের রাজধানী হ্যান শহরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। খবর ডেইলি সাবাহর।
পুতিন বলেন, আমি নিশ্চিত যে পশ্চিমারা ইউক্রেনের শান্তি উদ্যোগের বিরোধিতা করবে।
এছাড়া রুশ নেতা বলেন, ‘ভিয়েতনামের অতিথি হওয়াটা আসলেই আনন্দের বিষয়। আমরা উভয়ে একে অপরের দীর্ঘস্থায়ী ও নির্ভরযোগ্য বন্ধু এবং অংশীদার। আস্থা ও পারস্পরিক বোঝাপড়ার ক্ষেত্রে রাশিয়া ও ভিয়েতনামের সম্পর্ক দীর্ঘ পথ পাড়ি দিয়েছে এবং পারস্পারিক সম্মানের সঙ্গে একে অপরকে সব ক্ষেত্রে সহযোগিতা চলেছে।’
পুতিন এসময় ফরাসী ও মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নকে রক্ষায় এবং পরবর্তীতে একটি যুদ্ধোত্তর সামাজতান্ত্রিক প্রজাতন্ত্র ভিয়েতনাম পুনর্গঠনে ভিয়েতনামিদের বীরত্বপূর্ণ সংগ্রাম, কার্যকর সহায়তা ও অবদানের কথা তুলে ধরেন।
পুতিন বলেন, ‘এটি গুরুত্বপূর্ণ যে ভিয়েতনামও এটি মনে রাখে এবং স্মৃতিকে লালন করে।’

আরও পড়ুন
- আসন্ন মধ্যপ্রাচ্য সফরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারেন ট্রাম্প: রিপোর্ট
- এবার ইরানের ধর্মীয় শহর মাশহাদে ভয়াবহ বিস্ফোরণ
- ৪৩টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞার পরিকল্পনা ট্রাম্পের
- ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা
- চীনে রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে নিহত ২২
- প্রার্থীতা থেকে সরে দাঁড়ালেন বাইডেন, সমর্থন কমলা হ্যারিসকে
- লস অ্যাঞ্জেলেসে উদ্ধার টিমসহ মানবিক সহায়তা পাঠাতে চায় ইরান
- বিদেশে প্রায় ৩০টি দূতাবাস-কনস্যুলেট বন্ধ করে দিতে পারে যুক্তরাষ্ট্র: রিপোর্ট
- ইরানে বিস্ফোরণের ঘটনায় চার জন নিহত, আহত বেড়ে ৫৬১
- মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ২০০০ ছাড়িয়েছে: রিপোর্ট