সোমবার   ১৭ মার্চ ২০২৫ || ৩ চৈত্র ১৪৩১ || ১৫ রমজান ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

রাশিয়া যে কোনো সময় ইউক্রেনের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত: পুতিন

ইন্টারন্যাশনাল ডেস্ক

১৩:১৮, ২১ জুন ২০২৪

২৬৭

রাশিয়া যে কোনো সময় ইউক্রেনের সঙ্গে আলোচনার জন্য প্রস্তুত: পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, মস্কো যে কোনো সময়, যে কোনো জায়গায় ইউক্রেনের সঙ্গে শান্তি আলোচনা করতে প্রস্তুত। বৃহস্পতিবার ভিয়েতনামের রাজধানী হ্যান শহরে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। খবর ডেইলি সাবাহর।

পুতিন বলেন, আমি নিশ্চিত যে পশ্চিমারা ইউক্রেনের শান্তি উদ্যোগের বিরোধিতা করবে।

এছাড়া রুশ নেতা বলেন, ‘ভিয়েতনামের অতিথি হওয়াটা আসলেই আনন্দের বিষয়। আমরা উভয়ে একে অপরের দীর্ঘস্থায়ী ও নির্ভরযোগ্য বন্ধু এবং অংশীদার। আস্থা ও পারস্পরিক বোঝাপড়ার ক্ষেত্রে রাশিয়া ও ভিয়েতনামের সম্পর্ক দীর্ঘ পথ পাড়ি দিয়েছে এবং পারস্পারিক সম্মানের সঙ্গে একে অপরকে সব ক্ষেত্রে সহযোগিতা চলেছে।’

পুতিন এসময় ফরাসী ও মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নকে রক্ষায় এবং পরবর্তীতে একটি যুদ্ধোত্তর সামাজতান্ত্রিক প্রজাতন্ত্র ভিয়েতনাম পুনর্গঠনে ভিয়েতনামিদের বীরত্বপূর্ণ সংগ্রাম, কার্যকর সহায়তা ও অবদানের কথা তুলে ধরেন। 

পুতিন বলেন, ‘এটি গুরুত্বপূর্ণ যে ভিয়েতনামও এটি মনে রাখে এবং স্মৃতিকে লালন করে।’ 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত