হজের আনুষ্ঠানিকতা শুরু
হজের আনুষ্ঠানিকতা শুরু
![]() |
সারাবিশ্বের বিভিন্ন দেশ থেকে এসে মক্কায় সমবেত হওয়া লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমানের অংশগ্রহণে পবিত্র হজ পালনের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর পদাঙ্ক অনুসরণ করে হজের শুরুতে আজ শুক্রবার মিনায় যাচ্ছেন হজযাত্রীরা।
মিনার শান্ত উপত্যকা ধর্মপ্রাণ মুসলিমদের জন্য প্রস্তুত। সেখানে একটি আধ্যাত্মিক যাত্রা শুরু করার জন্য বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে একত্রিত হয়েছেন তারা। পবিত্র ঈদুল আজহা উদযাপনের মাধ্যমে এই আধ্যাত্মিক যাত্রা শেষ হবে।
প্রায় এক মাস ধরে ধর্মপ্রাণ মুসলমানরা মক্কায় সমবেত হয়েছেন। সৌদি আরবের সরকারি প্রতিবেদন অনুসারে, হজের প্রত্যাশায় ইতিমধ্যে ২০ লাখ হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। আরও কয়েক হাজার স্থানীয় সৌদি নাগরিক যোগ দেবেন বলে আশা করা হচ্ছে।
মূলত মক্কার বাইরের সীমানা অতিক্রম করার সময় ইহরাম (একটি সাদা পোশাক) পরিধানের মাধ্যমে হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। জিলহজ মাসের ৭ ও ৮ তারিখের প্রাক্কালে হাজিরা ৮.১ কিলোমিটার দূরত্বের মিনায় তাদের আধ্যাত্মিক যাত্রা শুরু করেন।
তারবিয়্যাহ দিবস নামে পরিচিত জিলহজ মাসের ৮ তারিখে মিনার শান্ত প্রাঙ্গণে হজযাত্রীদের দোয়া ও ধ্যানে নিমগ্ন থাকতে দেখা যায়।
জিলহজ মাসের ৯ তারিখ ভোরে হজযাত্রীরা তাদের সফরের গুরুত্বপূর্ণ ধাপ, অর্থাৎ আরাফাতের ময়দানে অবস্থিত মসজিদুল নামিরাহ থেকে হজের খুতবা শুরু করবেন। এরপর সূর্যাস্তের সাথে সাথে হজযাত্রীরা আরাফাতের উদ্দেশ্যে রওনা হবেন, যেখানে মাগরিব এবং এশার নামাজে অংশ নেবেন।
হজযাত্রীরা আধ্যাত্মিক পুনর্নবীকরণ এবং পুনর্জন্মের প্রতীক হিসাবে তাদের চুল ছাঁটাই করার পাশাপাশি প্রথম দিনে সাতটি এবং পরের দিন ২১টি নুড়ি নিক্ষেপ করে রামি অনুষ্ঠান চালিয়ে যাবেন।
ইসলামের পাঁচটি গুরুত্বপূর্ণ স্তম্ভের একটি হচ্ছে পবিত্র হজ। এটি বিশ্বের বৃহত্তম ধর্মীয় সমাবেশগুলোর মধ্যে অন্যতম। সামর্থ্যবান প্রত্যেক মুসলমানের তাদের জীবনে অন্ততপক্ষে একবার অবশ্যই হজ পালন করতে হবে। ধারাবাহিকভাবে ধর্মীয় বিভিন্ন আচার-অনুষ্ঠান পালনের মধ্যদিয়ে হজ পালন করতে হয়। সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় ইসলামের পবিত্র নগরী মক্কা ও এর আশেপাশের বিভিন্ন স্থানে অবস্থান করে হজ পালন শেষ করতে পাঁচদিন সময় লাগে।

আরও পড়ুন
- আসন্ন মধ্যপ্রাচ্য সফরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারেন ট্রাম্প: রিপোর্ট
- এবার ইরানের ধর্মীয় শহর মাশহাদে ভয়াবহ বিস্ফোরণ
- ৪৩টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞার পরিকল্পনা ট্রাম্পের
- ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা
- চীনে রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে নিহত ২২
- প্রার্থীতা থেকে সরে দাঁড়ালেন বাইডেন, সমর্থন কমলা হ্যারিসকে
- লস অ্যাঞ্জেলেসে উদ্ধার টিমসহ মানবিক সহায়তা পাঠাতে চায় ইরান
- বিদেশে প্রায় ৩০টি দূতাবাস-কনস্যুলেট বন্ধ করে দিতে পারে যুক্তরাষ্ট্র: রিপোর্ট
- ইরানে বিস্ফোরণের ঘটনায় চার জন নিহত, আহত বেড়ে ৫৬১
- মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ২০০০ ছাড়িয়েছে: রিপোর্ট