শনিবার   ২৭ জুলাই ২০২৪ || ১১ শ্রাবণ ১৪৩১ || ১৮ মুহররম ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

শপথ নিলেন নরেন্দ্র মোদি, অনুষ্ঠানে যোগ দিলেন শেখ হাসিনা

অপরাজেয় বাংলা ডেস্ক

২০:১৮, ৯ জুন ২০২৪

৫০২

শপথ নিলেন নরেন্দ্র মোদি, অনুষ্ঠানে যোগ দিলেন শেখ হাসিনা

টানা তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথগ্রহণ করলেন বিজেপি নেতা নরেন্দ্র মোদি। এর মধ্য দিয়ে জওহরলাল নেহরুর পর দ্বিতীয় ব্যক্তি হিসেবে নরেন্দ্র মোদি ভারতের ইতিহাসে টানা তৃতীয় মেয়াদে প্রধানমন্ত্রী হলেন। একইসঙ্গে যাত্রা শুরু হলো মোদি ৩.০’র যাত্রা শুরু হলো।

রোববার (৯ জুন) সন্ধ্যায় নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে মোদির পর একে একে অন্য মন্ত্রীদের শপথ পাঠ করান দেশটির প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু।

জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে মোদির শপথগ্রহণ অনুষ্ঠান। এরপর প্রথমে নরেন্দ্র মোদিকে শপথ বাক্য পাঠ করান দেশটির প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু। এরপর শপথ বাক্য পাঠ করেন রাজনাথ সিংহ। এভাবে একে একে নতুন মন্ত্রিসভার মন্ত্রীদের শপথ পাঠ করাচ্ছেন দ্রৌপদী মুর্মু।

শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহাল ওরফে প্রচন্ড, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ জুগনাথসহ ৭ বিদেশি নেতা।

রাষ্ট্রপতি ভবনে উপস্থিত আট হাজার অতিথির মধ্যে রয়েছেন শাখরুখ খান, অক্ষয় কুমার, চলচ্চিত্র পরিচালক রাজকুমার হিরানি প্রমুখ।

উল্লেখ্য, ১৮তম লোকসভা নির্বাচনে এনডিএ পেয়েছে ২৯৩ আসন এবং ইন্ডিয়া জোট পেয়েছে ২৩২ আসন। এছাড়া অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা মিলে পেয়েছে ১৮টি আসন।

দল হিসেবে এককভাবে সবচেয়ে বেশি ২৪০ আসন পেয়েছে বিজেপি। জোটসঙ্গী দলগুলোর মধ্যে তেলেগু দেশাম পার্টি পেয়েছে ১৬ এবং বিহারের নীতীশ কুমারের দল জনতা দল ইউনাইটেড (জেডইউ) পেয়েছে ১২ আসন।

কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোট ইন্ডিয়া পেয়েছে ২৩২ আসন। এই ২৩২ আসনের মধ্যে কংগ্রেস এককভাবে পেয়েছে ৯৯ আসন। জোটের শরিক উত্তর প্রদেশের সমাজবাদী পার্টি পেয়েছে ৩৭ আসন, পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস পেয়েছে ২৯, দ্রাবিড়া মুনেত্রা কাজাগাম পেয়েছে ২২ আসন।

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত