সোমবার   ২৯ এপ্রিল ২০২৪ || ১৬ বৈশাখ ১৪৩১ || ১৮ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

নোবেলজয়ী  পদার্থবিদ পিটার হিগস মারা গেছেন

ইন্টারন্যাশনাল ডেস্ক

১২:৫০, ১০ এপ্রিল ২০২৪

৯১

নোবেলজয়ী  পদার্থবিদ পিটার হিগস মারা গেছেন

ব্রিটিশ বিজ্ঞানী নোবেলজয়ী পদার্থবিদ পিটার হিগস মারা গেছেন। স্কটল্যান্ডের রাজধানী এডিনবরায় নিজের বাড়িতে তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৯৪ বছর।এডিনবরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছে।

হিগস বোসন তথা ‘ঈশ্বর কণা’র আবিষ্কারক পিটার হিগস প্রায় পাঁচ দশক ধরে এডিনবরা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেছেন। 
এডিনবরা বিশ্ববিদ্যালয় এক বিবৃতিতে বলেছে, ৮ এপ্রিল নিজ বাড়িতে মারা গেছেন পিটার হিগস। তিনি একজন মহান শিক্ষক ও দূরদর্শী বিজ্ঞানী ছিলেন। হিগস ছিলেন নতুন যুগের উঠতি বিজ্ঞানীদের অনুপ্রেরণার উৎস। 

১৯৬৪ সালে হিগস বোসন তথা ‘ঈশ্বর কণা’র অস্তিত্বের কথা বলে বৈজ্ঞানিক মহলে রীতিমতো হইচই ফেলে দেন হিগস। তার প্রায় পাঁচ দশক পরে জেনেভার ‘ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চে’ লার্জ হেড্রোন কলাইডার যন্ত্রের পরীক্ষা ‘ঈশ্বর কণা’র উপস্থিতি প্রমাণিত করে।

এ তত্ত্বের জন্য ২০১৩ সালে পদার্থবিদ্যায় বেলজিয়ামের ফ্রাঁসোয়া এংলার্টের সঙ্গে যৌথভাবে নোবেল পুরস্কার পান হিগস। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত