বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪ || ২০ অগ্রাহায়ণ ১৪৩১ || ৩০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ভারতে বাস খাদে পড়ে ১২ শ্রমিক নিহত

ইন্টারন্যাশনাল ডেস্ক

১০:৫০, ১০ এপ্রিল ২০২৪

১৮৯

ভারতে বাস খাদে পড়ে ১২ শ্রমিক নিহত

ভারতের ছত্তিশগড়ে একটি বাস উলটে খাদে পড়ে ১২ শ্রমিক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১৪ জন। দুর্গ জেলার কুমহারি এলাকায় মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

দুর্গ জেলার কালেক্টর রিচা প্রকাশ চৌধুরী বলেন, শ্রমিকদের বহনকারী একটি বাস রাত সাড়ে ৮টায় কুমহারি এলাকার কাছের একটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে অন্তত ১২ জন শ্রমিক নিহত এবং ১৪ জন গুরুতর আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি বলেন, আহতদের মধ্যে ১২ জনকে রায়পুরের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। বাকি দুজন একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। বর্তমানে তাদের সবার অবস্থা ভালো। তাদের চিকিৎসার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

কালেক্টর আরও বলেন, দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বাসটি উদ্ধারে কাজ চলমান রয়েছে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
পৃথিবীজুড়ে বিভাগের সর্বাধিক পঠিত