চীনে কয়লাখনি দুর্ঘটনায় ১২ জন নিহত
চীনে কয়লাখনি দুর্ঘটনায় ১২ জন নিহত
![]() |
চীনে পৃথক দুই কয়লাখনি দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছেন। দুটি দুর্ঘটনার একটি ঘটেছে গতকাল সোমবার রাতে শানজি প্রদেশের জংইয়াং কাউন্টিতে। খনিটিতে কাজ চলাকালে ভূগর্ভস্থ কয়লার বাংকার ধসে পড়ে ঘটনাস্থলেই মারা যান ৫ জন। তাদের মধ্যে এখনো দুজনকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটেছে চীনের পূর্বাঞ্চলের আনহুই প্রদেশের হুয়াইহে এনার্জির কয়লাখনিতে গ্যাস বিস্ফোরণে ৭ জন নিহত ও ২ জন নিখোঁজ হন।
চীনে ২৪ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে এ দুটি দুর্ঘটনা ঘটেছে। চীনের কয়লা খাতে ধারাবাহিক দুর্ঘটনার সর্বশেষ সংযোজন এটি। সিঙ্গাপুরভিত্তিক সম্প্রচারমাধ্যম চ্যানেল নিউজ এশিয়া (সিএনএ) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে।
চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির বরাত দিয়ে সিএনএ জানিয়েছে, চীন সরকার খনি নিরাপত্তা আইন সংশোধনের পরও এ খাতে দুর্ঘটনার পরিমাণ বেড়েই চলেছে। পরিস্থিতি আগের তুলনায় আরও খারাপ হয়েছে।
২০২৩ সালে চীনের শীর্ষস্থানীয় কয়লা উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোতে দুর্ঘটনায় মৃত্যুর হার ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছিল। সরকার দুর্ঘটনা কমাতে অতিরিক্ত উৎপাদন না করার নির্দেশ দেয়। এছাড়া কয়লাখনিতে নিরাপত্তা সংশ্লিষ্ট বিদ্যমান আইন সংস্কারেও সরকার নজর দেয়। তবে উক্ত সংশোধিত আইনে কিছু উল্লেখযোগ্য সমস্যা রয়েছে বলে প্রতিবেদনে জানা যায়।
কয়লাখনিতে দুর্ঘটনায় মৃত্যু চীনের একটি নিয়মিত চিত্র। গত মাসে চীনের পিংডিংশান শহরে কয়লাখনি দুর্ঘটনায় ১০ জন মারা যান। পরবর্তী সময়ে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা তল্লাশি করা হয়; কিন্তু এখন পর্যন্ত চোখে পড়ার মতো কোনো পরিবর্তন দেখা যায়নি।

আরও পড়ুন
- ৪৩টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞার পরিকল্পনা ট্রাম্পের
- প্রার্থীতা থেকে সরে দাঁড়ালেন বাইডেন, সমর্থন কমলা হ্যারিসকে
- ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা
- লস অ্যাঞ্জেলেসে উদ্ধার টিমসহ মানবিক সহায়তা পাঠাতে চায় ইরান
- এবার ইরানের ধর্মীয় শহর মাশহাদে ভয়াবহ বিস্ফোরণ
- বিদেশে প্রায় ৩০টি দূতাবাস-কনস্যুলেট বন্ধ করে দিতে পারে যুক্তরাষ্ট্র: রিপোর্ট
- ৫ হাজার ৪০০ কর্মীকে ছাঁটাই করছে পেন্টাগন
- মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ২০০০ ছাড়িয়েছে: রিপোর্ট
- আমরা বাঁধের মুখ খুলিনি, একা একা খুলে গেছে: ভারত
- শীর্ষ ৫০০ বিলিয়নিয়ারের তালিকা থেকে বাদ পড়লেন ট্রাম্প