বুধবার   ২২ মে ২০২৪ || ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ || ১১ জ্বিলকদ ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

উপজেলা নির্বাচনকে সামনে রেখে গৌরনদীতে জমজমাট নির্বাচনী প্রচার

অপরাজেয় বাংলা ডেস্ক

২৩:৪১, ২১ মে ২০২৪

১১৪

উপজেলা নির্বাচনকে সামনে রেখে গৌরনদীতে জমজমাট নির্বাচনী প্রচার

উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে গৌরনদীতে জমজমাট নির্বাচনী প্রচারনা। এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে, ভাইস চেয়ারম্যান পদে দুইজন এবং নারী ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। আগামী ২৯ মে বুধবার গৌরনদীতে নির্বাচন অনুষ্ঠিত হবে।

চেয়ারম্যান পদে তিন প্রার্থীর মধ্যে মনির হোসেন কাপ-পিরিচ প্রতীক, হারিছুর রহমান মোটরসাইকেল এবং সৈয়দা মনিরুন নাহার মেরী আনারস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

অন্যদিকে পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ২ প্রার্থীর মধ্যে জামাল গোমস্তা মাইক ও ফরহাদ হোসেন টিউবওয়েল প্রতীক পেয়েছেন। অন্যদিকে নারী ভাইস চেয়ারম্যান পদে তিন প্রার্থীর মধ্যে এডভোকেট সাহিদা আক্তার হাঁস প্রতীক, আইরিন আক্তার কলস প্রতীক এবং শিপ্রা রানী বিশ্বাস ফুটবল প্রতীকে লড়ছেন নির্বাচনে।

ইতিমধ্যেই গৌরনদী উপজেলার সাতটি ইউনিয়নে জমজমাট নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। চেয়ারম্যান পদে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। তিন চেয়ারম্যান প্রার্থীর মধ্যে হারিছুর রহমান পৌর মেয়র, সৈয়দা মনিরুন নাহার মেরী উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান। অন্যদিকে পুরুষ ভাইস চেয়ারম্যান পদেও শক্ত লড়াইয়ের আভাস মিলছে। তবে নারী ভাইস চেয়ারম্যান পদে সাবেক নারী ভাইস চেয়ারম্যান এডভোকেট সাহিদা আক্তার অন্য দুই প্রার্থীর চেয়ে অনেকটাই এগিয়ে আছেন। এলাকায় তার কর্মী-সমর্থক এবং প্রচার-প্রচারণাও বেশি দেখা যাচ্ছে।  

গৌরনদী উপজেলায় সাতটি ইউনিয়নে মোট ভোটার এক লাখ ৭৩ হাজার ৫৪৮ জন।  এর মধ্যে পুরুষ ভোটার ৮৮ হাজার ৮৯৪ জন আর নারী ভোটার ৮৬ হাজার ৭৫ জন। মোট ভোটকেন্দ্র ৬৯টি।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত