সিদ্ধিরগঞ্জে শামীম ওসমানসহ ৪১ জনের নামে হত্যাচেষ্টা মামলা
সিদ্ধিরগঞ্জে শামীম ওসমানসহ ৪১ জনের নামে হত্যাচেষ্টা মামলা
নারায়ণগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময়ে আব্দুর রশিদ (৫২) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় সাবেক এমপি একেএম শামীম ওসমানসহ ৪১ জনের নামে মামলা করা হয়েছে। এছাড়া এতে অজ্ঞাত আরও ২০০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন। এর আগে, মঙ্গলবার (৩০ অক্টোবর) গভীর রাতে মামলাটি করা হলেও বৃহস্পতিবার বিকেলে বিষয়টি জানাজানি হয়।
মামলায় সাবেক এমপি শামীম ওসমান ছাড়াও অন্যান্য আসামিদের মধ্যে আছেন- সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মো. মজিবুর রহমান, সাধারণ সম্পাদক ইয়াসিন হাজী, সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের সভাপতি ও সাবেক কাউন্সিলর মতিউর রহমান মতি, আওয়ামী লীগ কর্মী মামুন, শাহ জালাল, নাসির, রবিন ফকির ও হামজাসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা।
মামলা এজহারে বাদী উল্লেখ করেন, গত ২১ জুলাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগাং রোড মহাসড়কে আন্দোলন চলাকালে আসামিরা ছাত্র-জনতার ওপর অতর্কিত হামলা চালায়। আসামিরা মহাসড়কে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়, আগ্নেয়াস্ত্র দিয়ে ছাত্র-জনতার ওপর এলোপাতাড়িভাবে গুলি চালায়। এক পর্যায়ে বাদীর ডান হাতে গুলিবিদ্ধ হয় এবং পরে স্ট্রোক করেন। পরবর্তীতে তাকে জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। গত ৩১ জুলাই চিকিৎসা নিয়ে বাসায় ফেরেন তিনি। এখনো তিনি বাসায় চিকিৎসা নিচ্ছেন।
আরও পড়ুন
জনপ্রিয়
- ঋণখেলাপীর মিথ্যা মামলায় ডিএমডিকে হয়রানি, এবি ব্যাংকের প্রতিবাদ
- পাইলট ক্যাপ্টেন নওশাদ কাইয়ুম ক্লিনিক্যালি ডেড, লাইফসাপোর্ট খোলার সিদ্ধান্ত
- সরকার ই-কমার্স ফ্রেন্ডলি, এখনই ২০০০ কোটি টাকার মার্কেট এক্সপ্লোর করা সম্ভব
- জাতিসংঘ ৭৭-তম অধিবেশনে যোগ দিচ্ছেন শেখ হাসিনা, কি থাকছে?
- আরজে কিবরিয়ার অনুষ্ঠানে এসে ২৫ বছর পর বাবা-মাকে খুঁজে পেলেন মেয়ে
- বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মদিন আজ
- ঢাকায় বসবে ২৫৮কি.মি. পাতাল রেল, কোথা থেকে কোথায়?
- করোনা পরীক্ষায় প্রতারণাকে নির্মম বাণিজ্য বললেন ওবায়দুল কাদের
- মেট্রোরেলের আদ্যোপান্ত, ডেডলাইন জয়ে ছুটছে কর্তৃপক্ষ
- বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস
`বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়`