শুক্রবার   ২২ আগস্ট ২০২৫ || ৬ ভাদ্র ১৪৩২ || ২৫ সফর ১৪৪৭

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

হার দিয়ে শুরু বাংলাদেশের বিশ্বকাপ মিশন

স্পোর্টস ডেস্ক

২২:০৯, ২০ জানুয়ারি ২০২৪

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ

হার দিয়ে শুরু বাংলাদেশের বিশ্বকাপ মিশন

এশিয়া কাপ জয়ের পর বাংলাদেশ দলকে নিয়ে বেড়েছিল প্রত্যাশা। তবে সেই প্রত্যাশা পূরণে ধাক্কা খেলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে ৮৪ রানে হেরেছে বাংলাদেশ।

শনিবার (২০ জানুয়ারি) ব্লুমফন্টেইনে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় যুবা টাইগাররা। ওপেনার আদর্শ সিং ও অধিনায়ক উদয় সাহারা ফিফটিতে ভর করে ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৫১ রান সংগ্রহ করে ভারত।

আদর্শ ৯৬ বলে ৭৬ ও উদয় ৯৪ বলে ৬৪ রান করেন। বাংলাদেশের পক্ষে মারুফ মৃধা নেন ৫টি উইকেট। ২৫২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। দলীয় ৫০ রানের মধ্যে ৪ ব্যাটারকে হারায় টাইগার যুবারা।

এরপর আরিফুল ইসলাম ও শিহাব জেমস মিলে শুরুর ধাক্কা সামল দেওয়ার চেষ্টা করেন। তবে দলীয় ১২৭ রানে ৭১ বলে ৪১ রান করপ আউট হন।

আরিফুলের বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। ফিফটি তুলে নিয়ে ৭৭ বলে ৫৪ রান করে ফিরে যান শিহাব। শেষ পর্যন্ত ৪৫ ওভার ৫ বলে ১৬৭ রানে অলআউট হয় বাংলাদেশের যুবারা। ভারতের পক্ষে সাওমি পান্ডে নেন ৪টি উইকেট।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank