বৃহস্পতিবার   ০৮ জানুয়ারি ২০২৬ || ২৫ পৌষ ১৪৩২ || ১৭ রজব ১৪৪৭

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বাংলাদেশের ব্যাটিং কোচ অ্যাডামস, বোলিং কোচ হ্যাম্প

স্পোর্টস ডেস্ক

২১:৩৮, ২৭ ফেব্রুয়ারি ২০২৪

৫৪৫

বাংলাদেশের ব্যাটিং কোচ অ্যাডামস, বোলিং কোচ হ্যাম্প

বাংলাদেশ জাতীয় দলের নতুন বোলিং কোচ হিসেবে আন্দ্রে অ্যাডামস এবং ব্যাটিং কোচ হিসেবে ডেভিড হ্যাম্পকে নিয়োগ দিয়েছে বিসিবি। মঙ্গলবার এক বিবৃতিতে এই দুই কোচ নিয়োগের বিষয়টি জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বিবৃতিতে বলা হয়েছে, ‘বিসিবির হাই পারফরম্যান্স (এইচপি) প্রধান কোচ ডেভিড হ্যাম্পকে জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। হ্যাম্প ২০২৩ সালের মে থেকে এইচপি প্রধান কোচ হিসাবে কাজ করছিলেন এবং গত বছর নিউজিল্যান্ডে ব্যাটিং কোচ হিসেবে জাতীয় দলের সাথে সফর করেছিলেন। নিউজিল্যান্ডের সাবেক অলরাউন্ডার আন্দ্রে অ্যাডামসকে জাতীয় দলের বোলিং কোচ হিসেবে নিয়োগ ঘোষণা করেছে বিসিবি।’

ইসিবির লেভেল-৪ কোচিং করেছেন হ্যাম্প। ইংলিশ কাউন্টি ক্রিকেটে গ্ল্যামারগন, ফ্রি স্টেইট ও ওয়ারউইকশায়ারের হয়ে সাড়ে ১৫ হাজারের অধিক রান করেছেন। বারমুডা জাতীয় দলের হয়ে ২৪টি ওয়ানডে ম্যাচও খেলেছেন। কোচিং ক্যারিয়ারে পাকিস্তান নারী জাতীয় দলের প্রধান কোচ হিসেবে কাজ করেছেন হ্যাম্প।

অ্যাডামস ৪৭ ম্যাচে নিউজিল্যান্ডের প্রতিনিধিত্ব করেছেন। বাংলাদেশে যোগ দেওয়ার আগে নিউজিল্যান্ড হোয়াইট ফার্নসের বোলিং কোচ ছিলেন।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank