মঙ্গলবার   ২১ মে ২০২৪ || ৭ জ্যৈষ্ঠ ১৪৩১ || ১১ জ্বিলকদ ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

নারী পাচারকারী চক্রের সক্রিয় সদস্য রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট

১৮:১১, ১৫ জুলাই ২০২১

৪৯৬

নারী পাচারকারী চক্রের সক্রিয় সদস্য রিমান্ডে

নারী পাচারকারী চক্রের সক্রিয় সদস্য শংকর কুমারের একদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসির আদালত এ আদেশ দেন।

বৃহস্পতিবার (১৫ জুলাই) মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার এসআই ইদ্রিস আলী আসামিকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে এ রিমান্ডের আদেশ দেন।

হাতিরঝিল থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসআই রাফাত আরা সুলতানা এতথ্য নিশ্চিত করেছেন।  তবে এদিন আসামি পক্ষের কোন আইনজীবী ছিলেন না।

এর আগে বুধবার (১৪ জুলাই) রাতে গোপন সংবাদে মগবাজার আবাসিক হোটেল পরশ থেকে তাকে গ্রেফতার করে হাতিরঝিল থানা পুলিশ। 

জানা গেছে, শংকর দীর্ঘদিন ধরে হোটেলে বসে মগবাজার ও আশপাশের এলাকার বিভিন্ন নারী পাচারকারী চক্রের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখে। তার টার্গেট ছিল এসব এলাকা থেকে অসহায় সুন্দরী নারীদের বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাচার করা। গ্রেফতারের সময় আসামির কাছ থেকে ৮টি পাসপোর্ট জব্দ করা হয়।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত