রোববার   ১৯ মে ২০২৪ || ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ || ০৮ জ্বিলকদ ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

খাদ্যপণ্যের বিজ্ঞাপনে নিষিদ্ধ হবেন চিকিৎসক, পুষ্টিবিদরা

স্টাফ করেসপন্ডেন্ট

১৪:০১, ১৩ এপ্রিল ২০২১

আপডেট: ১৫:০৬, ১৩ এপ্রিল ২০২১

৫৫৯

খাদ্যপণ্যের বিজ্ঞাপনে নিষিদ্ধ হবেন চিকিৎসক, পুষ্টিবিদরা

খাদ্যপণ্যের বিজ্ঞাপনে চিকিৎসক, বিশেষজ্ঞ ও পুষ্টিবিদদের নিষিদ্ধ করাসহ একগুচ্ছ শর্ত যোগ করে নতুন বিধান তৈরি করছে নিরাপদ খাদ্য মন্ত্রণালয়। ইতোমধ্যে মতামতের জন্য প্রবিধানমালা খসড়া খাদ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেয়া হয়েছে। 

নতুন প্রবিধান অনুযায়ী, প্রতিযোগী পণ্যের তুলনা করে নিজেদের শ্রেষ্ঠত্ব দাবি করা যাবে না এবং এমন কোন বর্ণনা দেয়া যাবে না যাতে মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রভাবিত হতে পারে। 

‘নিরাপদ খাদ্য (বিজ্ঞাপন) প্রবিধানমালা-২০২১ ‘ এর নিয়ম ভঙ্গ করলে ২০১৩ সালের নিরাপদ খাদ্য আইনের ৪১ ও ৪২ ধারা ভঙ্গ হবে বলে বিবেচিত হবে। যেখানে শাস্তি হিসেবে ছয় মাস থেকে একবছরের কারাদণ্ড কিংবা এক থেকে দুই লাখ টাকা পর্যন্ত জরিমানা বা উভয় দণ্ডের বিধান রয়েছে। একই অপরাধ দ্বিতীয়বার করলে কমপক্ষে এক বছরের কারাদণ্ড বা চার লাখ টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান আছে। 

সরকারের অনুমতির পর এই প্রবিধানমালা প্রণয়নে কাজ করে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এখন মতামত নেয়ার পর খসড়া চূড়ান্ত করা হবে। পরবর্তীতে দাপ্তরিক সব প্রক্রিয়া শেষে তা আইন মন্ত্রণলায়ে পাঠানো হবে।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)

আরও পড়ুন

Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
স্বাস্থ্য বিভাগের সর্বাধিক পঠিত