রোববার   ১৯ মে ২০২৪ || ৪ জ্যৈষ্ঠ ১৪৩১ || ০৯ জ্বিলকদ ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ক্ষুদ্র সঞ্চয়ীদের পাশে বাংলাদেশ ব্যাংক, বছরে চার্জ ১ বার

স্টাফ করেসপন্ডেন্ট

০৯:৪৭, ১২ এপ্রিল ২০২১

৪৩০

ক্ষুদ্র সঞ্চয়ীদের পাশে বাংলাদেশ ব্যাংক, বছরে চার্জ ১ বার

বাংলাদেশ ব্যাংক রবিবার (১১ এপ্রিল) এক নির্দেশনায় বলেছে এখন থেকে ক্ষুদ্র সঞ্চয়ীদের কাছ থেকে বছরে একবার সঞ্চয়ী হিসাব রক্ষণাবেক্ষণ ফি কাটতে হবে। দেশের সকল ব্যাংকের জন্য এই নির্দেশনা প্রযোজ্য। 

ব্যাংকে ১০ লাখ টাকা পর্যন্ত জমাদানকারী ক্ষুদ্র সঞ্চয়ী বলা হচ্ছে। 

সাধারণত ব্যাংকগুলো যে কোন সঞ্চয়ী হিসাব থেকে বছরে দুইবার রক্ষণাবেক্ষণ ফি কাটে। ক্লায়েন্টের রাখা অর্থ অনুযায়ী এই চার্জ ১,৫০০ টাকা থেকে ২,০০০ টাকা পর্যন্ত হয়। 

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, করোনা ভাইরাসের মহামারিকালে ক্ষুদ্র সঞ্চয়ীদের জন্য এই সুবিধা দেওয়া হচ্ছে।  এছাড়া এই সুবিধার কারণে গ্রাহককে ব্যাংকে টাকা জমা রাখতেও আগ্রহী করে তুলবে। 

তবে এই বিশেষ সুবিধা এক বছরের জন্যই কার্যকর থাকবে। 

দেশের ব্যাংকগুলোতে ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত মোট জমার পরিমান ১৩ লাখ ৭৯ হাজার ৭৮৩ কোটি টাকা।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত