আম্বানি পরিবারের আমন্ত্রণে মুম্বাইয়ে মমতা, উত্তরীয় দিয়ে স্বাগত
আম্বানি পরিবারের আমন্ত্রণে মুম্বাইয়ে মমতা, উত্তরীয় দিয়ে স্বাগত
![]() |
ছেলের বিয়েতে আম্বানি পরিবারের আমন্ত্রণে দুই দিনের জন্য মুম্বাই গেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার (১১ জুলাই) সন্ধ্যায় মুম্বাই পৌঁছে ধনকুবের মুকেশ আম্বানির সঙ্গে দেখা করেন তিনি। যার আমন্ত্রণে কলকাতা থেকে এত দূরে ছুটে এসেছেন, সেই আম্বানির হাতে ফুলের তোড়া দিয়ে ধন্যবাদ জানান মমতা। পরে মমতাকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান মুকেশ আম্বানি।
ছেলের বিয়ের হাজারও রীতিনীতি সামলে বাংলার মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান আম্বানি। তার পরনে ছিল ঘি-সাদা রঙের ট্র্যাডিশনাল কুর্তা-পাজামা-জ্যাকেট।
দেখেই বোঝা যায়, মমতার আগমনে কতটা খুশি হয়েছেন মুকেশ আম্বানি। এখন শুক্রবার (১২ জুলাই) সন্ধ্যায় অনন্ত-রাধিকার রাজকীয় বিয়েতে একঝাঁক সেলিব্রিটির মাঝে বাংলার মুখ্যমন্ত্রীর উপস্থিতির দিকে তাকিয়ে সবাই।
কেবল আম্বানিপুত্রের বিয়েতে যোগ দিতে নয়, সংক্ষিপ্ত মুম্বাই সফরে একাধিক রাজনৈতিক কর্মসূচিও রয়েছে মমতার। মুম্বাই রওনা হওয়ার আগে দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি জানিয়েছিলেন, উদ্ধব ঠাকরে ও শরদ পাওয়ারের সঙ্গে দেখা করবেন। বিকেলে অখিলেশ যাদবের সঙ্গে সাক্ষাৎ পর্ব রয়েছে।
ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, শুক্রবার বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে রাজনৈতিক নেতাদের সঙ্গে মমতার সাক্ষাৎ হবে। সন্ধ্যায় বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে শনিবার (১৩ জুলাই) কলকাতায় ফিরবেন তিনি।

আরও পড়ুন
- আসন্ন মধ্যপ্রাচ্য সফরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারেন ট্রাম্প: রিপোর্ট
- এবার ইরানের ধর্মীয় শহর মাশহাদে ভয়াবহ বিস্ফোরণ
- ৪৩টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞার পরিকল্পনা ট্রাম্পের
- ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা
- চীনে রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে নিহত ২২
- প্রার্থীতা থেকে সরে দাঁড়ালেন বাইডেন, সমর্থন কমলা হ্যারিসকে
- লস অ্যাঞ্জেলেসে উদ্ধার টিমসহ মানবিক সহায়তা পাঠাতে চায় ইরান
- বিদেশে প্রায় ৩০টি দূতাবাস-কনস্যুলেট বন্ধ করে দিতে পারে যুক্তরাষ্ট্র: রিপোর্ট
- ইরানে বিস্ফোরণের ঘটনায় চার জন নিহত, আহত বেড়ে ৫৬১
- মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ২০০০ ছাড়িয়েছে: রিপোর্ট