মঙ্গলবার   ২১ মে ২০২৪ || ৬ জ্যৈষ্ঠ ১৪৩১ || ১১ জ্বিলকদ ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

অন্তর্বর্তীকালীন সব আদেশ ও জামিনের মেয়াদ বাড়লো একমাস

স্টাফ করেসপন্ডেন্ট

১৩:৪০, ২৭ জুলাই ২০২১

৩৭০

অন্তর্বর্তীকালীন সব আদেশ ও জামিনের মেয়াদ বাড়লো একমাস

করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে অন্তর্বর্তীকালীন সব আদেশ ও জামিনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত
করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে অন্তর্বর্তীকালীন সব আদেশ ও জামিনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত

করোনা পরিস্থিতি বিবেচনায় নিয়ে অন্তর্বর্তীকালীন সব আদেশ ও জামিনের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৭ জুলাই) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদেশে হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মো. গোলাম রব্বানী এ সংক্রান্ত বিজ্ঞপ্তি আইন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়েছেন।

এতে বলা হয়, যেসব মামলায় আসামিকে নির্দিষ্ট সময় পর্যন্ত জামিন দেওয়া হয়েছে বা যেসব মামলায় উচ্চ আদালত থেকে অধস্তন আদালতে নির্দিষ্ট সময়ের মধ্যে আত্মসমর্পণের শর্তে জামিন দেওয়া হয়েছে কিংবা অন্তর্বর্তীকালীন আদেশ দেওয়া হয়েছে সেগুলো কার্যকারিতার সময় পরবর্তী এক মাস পর্যন্ত বাড়ানো হয়েছে হিসেবে বিবেচিত হবে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত