রোববার   ০৮ ডিসেম্বর ২০২৪ || ২৪ অগ্রাহায়ণ ১৪৩১ || ০৪ জমাদিউস সানি ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগ তিশার

এন্টারটেইনমেন্ট ডেস্ক

২১:০১, ২১ নভেম্বর ২০২৪

২০৫

আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগ তিশার

অভিনেত্রী তাসনুভা তিশা সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে এসে তার আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগ তুলেছেন। এ সময় তাকে কাঁদতে দেখা গেছে। শুটিং সেট থেকে ভিডিও ধারণ করে সামাজিকমাধ্যমে প্রকাশের অভিযোগ করেছেন এই অভিনেত্রী।

ফেসবুক লাইভে এসে তিশা জানান, সাংবাদিক পরিচয়ে এক যুবক শুটিংস্পটে তার সাক্ষাৎকার নেন। এরই ফাঁকে লুকিয়ে ওই সাংবাদিক অভিনেত্রীর আপত্তিকর ভিডিও ধারণ করেন। ‘কাউসারস কিংডম’ নামের একটি ফেসবুক পেজ ব্যবহারকারীর বিরুদ্ধে অভিযোগের তীর ছুঁড়েছেন তিশা। 

তিনি লাইভে বলেন, ‘‘আমি এক ব্যক্তির ছবি দিয়ে একটি পোস্ট করেছি। তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দেন। চার-পাঁচ দিন আগে নবাবগঞ্জে আমাদের শুটিং ছিল। বাপ্পি খানের পরিচালনায় একটি নাটক করছিলাম। সেখানে অনেক সাংবাদিক এসেছিলেন। তিনি আমার ও সহশিল্পী আরশ খানের সাক্ষাৎকার নেন। সেখানে তিনি ছিলেন।’’

তিশা আরো বলেন, ‘‘আমি ভেবেছিলাম তিনি সাংবাদিক। কিন্তু এই লোক সাংবাদিক তো দূরের কথা, তিনি আদৌ মানুষ কি না, আমার সন্দেহ। কারণ তিনি লুকিয়ে বিভিন্ন অভিনেত্রীদের আপত্তিকর ভিডিও ধারণ করেন, আমারও করেছেন। তার ভিউ ২ মিলিয়ন ছাড়িয়ে গেছে। ভিডিওটি ছড়িয়ে গেছে। তিনি তার পেজ থেকে নামিয়ে ফেলার পরও সেটা অনেকের কাছে আছে।”


‘‘আউটডোর শুটিংয়ে আমাদের লেপেল পরার আলাদা জায়গা থাকে না। নিজেদের মতো করে পরতে হয়। আমি খোলা মাঠে শুটিং করছিলাম। সামনে সাংবাদিকরা ছিলেন। ভেবেছিলাম, সাংবাদিক ভাইয়েরা কখনও এমন কাজ করবেন না। তাই আমার মতো করে লেপেল পরছিলাম এবং সেটা ঠিক করছিলাম। সেই ভিডিও ধারণ করে তিনি তার পেজে আপলোড করেন।”

কাঁদতে কাঁদতে তিশা বলেন, ‘‘কতটা বিবেকহীন ও শিক্ষার অভাব হলে মানুষ এ ধরনের কাজ করে! এ ধরনের কিছু ব্যক্তি আছেন যারা নিজেদের সাংবাদিক দাবি করেন, কিন্তু তারা আসলে সাংবাদিক নয়। একজন অভিনেত্রী হিসেবে আমি এই লোকের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেব। তিনি যেন কোনো শুটিং স্পটের আশপাশে যেন কখনও না আসেন। তাকে বয়কট করা উচিত।”

তিশা জানান, ওই যুবকের পেজে আরও অনেক অভিনেত্রীর ভিডিও আছে। তিনি বলেন, ‘‘হয়তো বলার সঙ্গে সঙ্গে আমার ভিডিও নামিয়ে দিয়েছে। কিন্তু তার পেজে শুধু আমি না, আরও অনেক অভিনেত্রীর ভিডিও আছে যেগুলো তিনি লুকিয়ে ধারণ করেছেন। লুকিয়ে ধারণ করে আপত্তিকর ভিডিও পেজে পোস্ট করেন। সেখানে সারিকা সাবাহ আপু, স্পর্শিয়া, তানিয়া বৃষ্টি, কুসুম শিকদার আপুর ভিডিও দেখেছি।’’

২০২০ সালে ওয়েব সিরিজ ‘আগস্ট ১৪’ তে অভিনয় করে দর্শকের নজর কাড়েন তাসনুভা তিশা। এরপর বেশ কিছু নাটকে অভিনয় করে প্রশংসিত হয়েছেন। সর্বশেষ ‘পাগলপুর’, ‘আরও কিছুটা সময়’, ‘তবুও জীবন’, ‘তোমার জন্য মায়া হয়’, ‘অল্পস্বল্প প্রেম’, ‘তুমি ফুলের মতো’, ‘যদি ভালোবাসো’, ‘মেয়েটার ছেলেটা’, ‘শীতল মেঘের প্রেম’ নাটকে দেখা গেছে তাকে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank