নায়িকা মধু-পরীর ভিডিও ভাইরাল!
নায়িকা মধু-পরীর ভিডিও ভাইরাল!
![]() |
ঢাকাই সিনেমার নায়িকা পরীমণি ও কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকারের একটি ভিডিও নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, দুই বাংলার এ দুই অভিনেত্রী একে অন্যের সঙ্গে মেতেছেন খুনসুটিতে।
স্বল্প সময়ের এ ভাইরাল ভিডিওটি মূলত একটি ফেসবুক রিলস। যেখানে দেখা যাচ্ছে, শুটিংয়ের ফাঁকে খোশগল্পে মজেছিলেন তারা।
এমন সময় এ দুই সেলিব্রেটিকে একসঙ্গে দেখে পাশে থাকা একজন জিজ্ঞাসা করেন, তোমাদের একসঙ্গে কী বলব? এমন প্রশ্নের উত্তরে হেসে ফেলেন দুজনেই। হাসি থামিয়ে মধুমিতা বলেন, একসঙ্গে ভালোবেসে ছোট করে মধু-পরী বলা যায়। আবার মিতা-মণিও বলতে পারো। মধুমিতার এমন খুনসুটি উত্তর শুনে হেসে ফেলেন পরী। বলেন, দুটি নামই কিন্তু সুন্দর। এখন দর্শকরা ভালোবেসে যেটা বলবে সেটাই ফাইনাল।
প্রসঙ্গত, কলকাতার সিনেমা ‘ফেলুবকশি’র শুটিংয়ের সময় শুটিংয়ের ফাঁকে আড্ডায় মেতেছিলেন মধু-পরী। এ সিনেমায় মধু-পরীর সঙ্গে অভিনয় করছেন কলকাতার সোহম চক্রবর্তীও। ‘ফেলুবকশি’-তে এ তিন সেলিব্রেটিকে একসঙ্গে পর্দায় আনছেন পরিচালক দেবরাজ সিনহা। থ্রিলার গল্পের এ সিনেমায় প্রধান তিন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাদের।

আরও পড়ুন
- চলে গেলেন অভিনয় ও আবৃত্তিশিল্পী ক্যামেলিয়া মোস্তফা
- আদ্যন্তর ব্যান্ডের মৌলিক গান ‘অপেক্ষার চিঠি’
- মাহার ব্যস্ততা
- ‘চাইম’ ব্যান্ডের জিনপ্রিয় শিল্পী খালিদ মারা গেছেন
- আসিফ আলতাফের গান ‘চিনবো না কথা দিলাম`
- ফারুকীর পলিটিক্যাল স্যাটায়ার ‘৮৪০’ মুক্তি পাবে শুক্রবার
- অভিষেক হলো শাহরুখের ছোট ছেলে আব্রাম খানের
- আবারও কানে আমন্ত্রিত ঋতি
- চিত্রনায়িকা পপির বিরুদ্ধে বোনের জিডি
- নায়িকা মধু-পরীর ভিডিও ভাইরাল!