রোববার   ০৮ ডিসেম্বর ২০২৪ || ২৪ অগ্রাহায়ণ ১৪৩১ || ০৪ জমাদিউস সানি ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

গান বাংলার চেয়ারম্যান তাপস গ্রেফতার

অপরাজেয় বাংলা ডেস্ক

১৫:১৫, ৪ নভেম্বর ২০২৪

আপডেট: ১৫:১৬, ৪ নভেম্বর ২০২৪

১৬৭

গান বাংলার চেয়ারম্যান তাপস গ্রেফতার

বেসরকারি টেলিভিশন চ্যানেল গান বাংলার চেয়ারম্যান এবং গায়ক-সুরকার-সংগীত পরিচালক কৌশিক হোসেন তাপসকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৪ নভেম্বর) রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে দুপুরে তাকে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পাঠায় পুলিশ।

 জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় উত্তরা পূর্ব থানায় দায়ের করা একটি মামলায় রাজধানীর প্রগতি সরণি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।  
 
বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) রওনক জাহান। তিনি বলেন, কৌশিক হোসেন তাপসের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে।

আওয়ামী লীগ সরকারের পতনের দিন ৫ আগস্ট ‘সরকার ঘনিষ্ঠ’ তকমা দিয়ে ঢাকার প্রগতি সরণির ‘গান বাংলা'র কার্যালয়ে ভাঙচুর চালিয়ে আগুন দেয়া হয়।
 
১০ তলা ভবনের বেশিরভাগ ফ্লোরে চ্যানেলটির স্টুডিও সেটআপ, শুটিং ফ্লোর, সাউন্ড সিস্টেম, এডিটিং প্যানেল, সম্প্রচার যন্ত্র ছিল। সব মিলিয়ে সেদিন কয়েক কোটি টাকা মূল্যের ক্ষয়ক্ষতির শিকার হয় চ্যানেলটি।
 
সেদিন তাপস ফেসবুকে লিখেছেন, “জীবনযুদ্ধে আমি এক লড়াকু সৈনিক। আমার মৃত্যু হয় রোজ। তবুও জন্ম নিই দৈনিক। আমি তাপস।"
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank