শনিবার   ২৭ জুলাই ২০২৪ || ১১ শ্রাবণ ১৪৩১ || ১৮ মুহররম ১৪৪৬

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

ঢাকায় আসছেন বলিউড র‍্যাপার বাদশাহ

এন্টারটেইনমেন্ট ডেস্ক

১৮:৫৫, ১৫ ফেব্রুয়ারি ২০২৪

৩০১

ঢাকায় আসছেন বলিউড র‍্যাপার বাদশাহ

ঢাকায় আসছেন ভারতীয় র‍্যাপার বাদশাহ। আগামী ১ মার্চ ‘টেকনো স্পার্ক-২০ সিরিজ মিউজিক ফেস্ট’ শিরোনামের কনসার্টে ঢাকায় গাইতে আসছেন তিনি। মোবাইল ফোন প্রস্তুতকারী প্রতিষ্ঠান টেকনো নিজেদের ফেসবুক পেজে জানিয়েছে এ খবর।

এখনও টিকিটের মূল্য ও প্রক্রিয়া প্রকাশ না করলেও প্রতিষ্ঠানটি জানিয়েছে খুব শিগগিরই এর ঘোষণা দেওয়া হবে। ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি), এক্সপো জোনে বাদশাহর সঙ্গে আরও পারফর্ম করবে ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস, প্রীতম হাসান, জেফার, ব্ল্যাক জ্যাং ও সঞ্জয়।

জনপ্রিয় ভারতীয় র‍্যাপার আদিত্য প্রতীক সিং, বাদশাহ নামে বেশি পরিচিত। বলিউডের এ সংগীত তারকা ভারতের বাইরেও বাংলাদেশের শ্রোতাদের কাছে সমধিক পরিচিত। এর আগেও ঢাকায় গাইতে আসেন তিনি।

বলিউডে বাদশাহর যাত্রা শুরু ২০০৬ সালে। সে বছর হানি সিংয়ের সঙ্গে তার ব্যান্ড মাফিয়া মান্দিরে সংগীত যাত্রা শুরু হয় তার। ২০১২ সালে হানি সিংয়ের সঙ্গ ত্যাগ করেন তিনি। এ গায়ক জনপ্রিয়তা পান ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’, ‘খুবসুরত’সিনেমার গানের মাধ্যমে।

 

 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank