মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ || ২ পৌষ ১৪৩২ || ২৩ জমাদিউস সানি ১৪৪৭

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

মা হলেন ‘বার্বি’ তারকা মার্গো রবি

এন্টারটেইনমেন্ট ডেস্ক

২০:৩৮, ৩ নভেম্বর ২০২৪

১১২৪

মা হলেন ‘বার্বি’ তারকা মার্গো রবি

মা হলেন হলিউড অভিনেত্রী মার্গো রবি। ১৭ অক্টোবর মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে পুত্রসন্তানের জন্ম দেন ‘বার্বি’খ্যাত এই তারকা। মার্গো রবি ও টম একারলি দম্পতির এটি প্রথম সন্তান। খৈবর: ডেইলি মেইল। 

২০১৬ সালের ডিসেম্বরে ব্রিটিশ প্রযোজক টম একারলিকে বিয়ে করেন মার্গো। ২০১৩ সালে ‘সুয়িট ফ্র্যাঞ্চাইজি’ সিনেমার সেটে দুজনের প্রথম দেখা।

মার্গো ছিলেন সেই সিনেমার অভিনেত্রী, টম কাজ করেন সহকারী পরিচালক হিসেবে। এরপর তাঁদের প্রেমের শুরু।

বিয়ের পর লাকি চ্যাপ নামের একটি প্রযোজনা সংস্থা খুলেছেন মার্গো ও টম। ‘আই’, ‘তনয়া’, ‘বার্ডস অব প্রে’, ‘বার্বি’সহ বেশ কয়েকটি সিনেমা ও সিরিজ প্রযোজনা করেছে সংস্থাটি।

মার্গো রবিকে সর্বশেষ পর্দায় দেখা গেছে গত বছরের আলোচিত সিনেমা ‘বার্বি’তে। এ ছাড়া তাঁর প্রযোজিত ‘সল্টবার্ন’ মুক্তি পেয়েছে। মার্গো অভিনীত ‘আ বিগ বোল্ড বিউটিফুল জার্নি’ নামের একটি সিনেমার শুটিং শেষ হয়েছে। এ ছাড়া ‘কুইন অব দ্য ইয়ার’ নামের আরেকটি সিনেমায় অভিনয় করার কথা ৩৪ বছর বয়সী অভিনেত্রীর।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank