বুধবার   ০৮ মে ২০২৪ || ২৪ বৈশাখ ১৪৩১ || ২৬ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

দ্বিতীয় দফা স্থগিত সেলিব্রিটি ক্রিকেট লিগ

এন্টারটেইনমেন্ট ডেস্ক

২২:১৪, ১৮ অক্টোবর ২০২৩

৩৬৪

দ্বিতীয় দফা স্থগিত সেলিব্রিটি ক্রিকেট লিগ

এবার আর মারামারি কিংবা হাতাহাতির মতো কোনো ঘটনায় নয়, দুই দলে নিয়মবহির্ভূত দুজন খেলোয়াড়ের অন্তর্ভুক্তির কারণে মঙ্গলবার বন্ধ হয়েছে সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)। কবে আবার এই খেলা হবে, সেই বিষয়ে আজ বুধবার দুপুর পর্যন্ত কিছুই জানা যায়নি।

বিশ্বকাপে খেলতে যাওয়া বাংলাদেশ ক্রিকেট দলকে উৎসাহ দেওয়ার উদ্দেশ্য থেকেই মূলত তারকা ও কলাকুশলীদের নিয়ে আয়োজিত হয় সেলিব্রিটি ক্রিকেট লিগ (সিসিএল)। মারামারি ও হাতাহাতির ঘটনার জেরে ১৮ দিন পর মাঠে গড়ায় সেলিব্রিটি ক্রিকেট লিগ; কিন্তু মঙ্গলবার সকালে শুরু হওয়া সেই খেলা আবার রাতেই বন্ধ হয়ে যায়।  

জানা গেছে, ১৮ দিন পর মাঠে গড়ানো সিসিএলের সব খেলা একদিনের মধ্যে শেষ করার উদ্যোগ নিয়েছিল কর্তৃপক্ষ; কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়নি। সেমিফাইনাল জিতে ফাইনালে উঠেছিল পরিচালক সালাহউদ্দিন লাভলু ও নির্মাতা দীপঙ্কর দীপনের দল; কিন্তু ফাইনালের আগেই আবারো বন্ধ হয়ে গেল তারকাদের নিয়ে আয়োজিত সেলিব্রিটি ক্রিকেট লিগ।

সেলিব্রিটি ক্রিকেট লিগের নিয়মানুযায়ী করপোরেট লিগ খেলেছেন- এমন কেউ খেলতে পারবে না এই লিগ। সালাহউদ্দিন লাভলুর দলের হয়ে রাব্বী এবং দীপঙ্কর দীপনের দলের হয়ে অন্তু নামের দুই অভিনেতা মাঠে নামেন। যারা এর আগে করপোরেট লিগ খেলেছিলেন। বিপক্ষ দল তা মেনে না নেওয়ায় খেলা মধ্যরাতে বন্ধের সিদ্ধান্ত হয়।

মাঠে সেলিব্রিটি ক্রিকেট লিগ আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, আগে থেকেই বলা ছিল, যারা করপোরেট লিগে খেলেছে, তারা এই লিগে খেলতে পারবে না। এখানে কেউ ২০১৪ সালে, আবার কেউ ২০১৬ সালে করপোরেট লিগ খেলেছে। আমরা সেটা জানতাম না। ঝামেলা দেখা দেয় সেমিফাইনালের আগে। কে কত সালে কোথায় খেলেছে, সেসব নথি হাজির করেছে দলগুলো। দুই দলের অভিযোগের কারণে খেলা বন্ধ রয়েছে। আমরা আয়োজক হিসেবে চেষ্টা করেছি শেষপর্যন্ত খেলানোর কিন্তু আপাতত সেটা হচ্ছে না। এর মধ্যে আমাদের কিছু ব্যর্থতা আছে। আমরা সেটা মেনে নিচ্ছি। পরে কোনো এক সময় ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank