গুচ্ছের ‘ক’ ইউনিটের ফল প্রকাশ, পাস ৫৫.৬৩ শতাংশ
গুচ্ছের ‘ক’ ইউনিটের ফল প্রকাশ, পাস ৫৫.৬৩ শতাংশ
![]() |
ফাইল ছবি |
২০২১-২০২২ শিক্ষাবর্ষের গুচ্ছ ২২ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত 'ক' ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ৫৫ দশমিক ৬৩ শতাংশ শিক্ষার্থী পাস করেছে।
বৃহস্পতিবার (৪ আগস্ট) গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়। সমন্বিত ভর্তি পরীক্ষার আহ্বায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বিষয়টি জানিয়েছেন।
তিনি বলেন, এবার গুচ্ছ পদ্ধতিতে বিজ্ঞান অনুষদে মোট আবেদন পড়ে এক লাখ ৬১ হাজার ৭৬৭ জন। তার মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছিল ৫৩ হাজার ৮৪৪ জন শিক্ষার্থী। এই ইউনিটে পাসের হার ৫৫ দশমিক ৬৩ শতাংশ। এ পরীক্ষায় সুমাইয়া রহমান ও সুমাইয়া বিনতে সর্বোচ্চ ৮৭ দশমিক ৫০ শতাংশ নম্বর পেয়ে যৌথভাবে প্রথম হয়েছে।
ইমদাদুল হক আরো জানান, পরীক্ষায় ৮০ নম্বরের ওপর পেয়েছে ৫০ জন, ৭০ নম্বরের ওপর পেয়েছে এক হাজার ৬২১ জন, ৬০ নম্বরের ওপরে পেয়েছে ১০ হাজার ৩৪৬ জন, ৫০ নম্বরের ওপরে পেয়েছে ২৯ হাজার ২২২ জন, ৪০ নম্বরের ওপরে পেয়েছে ৫৪ হাজার ৯৭৩ জন আর পাস মার্ক ৩০-এর ওপরে পেয়েছে ৮৫ হাজার ৫৮২ জন।
এর আগে শনিবার (৩০ জুলাই) অনুষ্ঠিত হয় গুচ্ছের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা। এটিই গুচ্ছের ২০২১-২২ সেশনের প্রথম ভর্তি পরীক্ষা।

আরও পড়ুন
- ভালো কাজের স্বীকৃতি
বিশ্বের একশো স্কুলের মধ্যে ব্র্যাকের ৩ স্কুল - ৬৬ শিক্ষকের ই-স্বাক্ষরিত বিবৃতি
খুবি কর্তৃপক্ষের নোটিশে ক্ষোভ ও নিন্দা বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের - বন্ধুত্ব দৃঢ় হোক সহযোগিতার বন্ধনে
- ইউল্যাব শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে ৩৫ শিক্ষকের বিবৃতি
- পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা না রেখেই পরীক্ষা নিচ্ছে কুবি
- আইনে থাকলেও শিক্ষাছুটির সুবিধা পান না কুবি মেডিকেল কর্মকর্তারা
- জানালেন শিক্ষামন্ত্রী
পিইসি-জেএসসি পরীক্ষা বাদ, বিভাগ উঠে যাচ্ছে এসএসসিতে - বঙ্গবন্ধুর সমাধিতে কুবি শিক্ষক সমিতির শ্রদ্ধা
- কুবিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন
- সামাজিক সচেতনতায় ১৫০ কিমি পায়ে হাঁটলেন কুবির ৩ শিক্ষার্থী