ঈদের পর এসএসসি পরীক্ষা
ঈদের পর এসএসসি পরীক্ষা
![]() |
ফাইল ছবি |
দেশের সার্বিক বন্যা পরিস্থিতির কারণে স্থগিত এসএসসি ও সমমানের পরীক্ষা ঈদুল আজহার পর শুরু হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
বুধবার (২২ জুন) উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান।
তিনি জানান, দেশে সার্বিক বন্যা পরিস্থিতির কারণে ঈদ উল আজহার আগে এসএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হচ্ছে না। এই পরীক্ষা ঈদের পর নেওয়া হবে। আমরা দ্রুতই রুটিন প্রকাশ করে পরীক্ষার বিষয়টি জানিয়ে দেব।
সচিব বলেন, পরীক্ষা আয়োজনের জন্য অনেক প্রস্তুতির প্রয়োজন তাই ঈদুল আজহার আগে এসএসসি পরীক্ষা শুরু করা যাচ্ছে না। এসএসসি পরীক্ষা পিছিয়ে যাওয়ায় সেই প্রভাব এইচএসসি পরীক্ষার ওপরও পড়বে। কেননা, দুটি পাবলিক পরীক্ষার মধ্যে অন্তত দুই মাসের বিরতি প্রয়োজন।
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষা গত ১৯ জুন শুরু হওয়ার কথা ছিল। নির্ধারিত সূচি অনুযায়ী এসএসসি পরীক্ষা শেষ হতো ৬ জুলাই। কিন্তু সিলেটসহ সারাদেশে সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় গত ১৭ জুন এই পরীক্ষা স্থগিতের ঘোষণা করা হয়।

আরও পড়ুন
- ভালো কাজের স্বীকৃতি
বিশ্বের একশো স্কুলের মধ্যে ব্র্যাকের ৩ স্কুল - ৬৬ শিক্ষকের ই-স্বাক্ষরিত বিবৃতি
খুবি কর্তৃপক্ষের নোটিশে ক্ষোভ ও নিন্দা বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের - বন্ধুত্ব দৃঢ় হোক সহযোগিতার বন্ধনে
- পর্যাপ্ত পরিবহন ব্যবস্থা না রেখেই পরীক্ষা নিচ্ছে কুবি
- ইউল্যাব শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে ৩৫ শিক্ষকের বিবৃতি
- আইনে থাকলেও শিক্ষাছুটির সুবিধা পান না কুবি মেডিকেল কর্মকর্তারা
- জানালেন শিক্ষামন্ত্রী
পিইসি-জেএসসি পরীক্ষা বাদ, বিভাগ উঠে যাচ্ছে এসএসসিতে - বঙ্গবন্ধুর সমাধিতে কুবি শিক্ষক সমিতির শ্রদ্ধা
- কুবিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালন
- সামাজিক সচেতনতায় ১৫০ কিমি পায়ে হাঁটলেন কুবির ৩ শিক্ষার্থী