শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১ || ১৫ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

রাবিতে একদিনে টিকা নিলেন ৬০০ শিক্ষার্থী

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট, রাবি

১৬:৩৬, ১৭ অক্টোবর ২০২১

আপডেট: ১৬:৪৯, ১৭ অক্টোবর ২০২১

৪৫১

রাবিতে একদিনে টিকা নিলেন ৬০০ শিক্ষার্থী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ দেয়া শুরু হয়েছে। রবিবার (১৭ অক্টোবর) টিকা দেয়ার প্রথম দিনে প্রায় ৬০০ শিক্ষার্থী টিকা নিয়েছেন। 

এদিন সকাল ৯টায় শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে এ টিকাদান কার্যক্রম শুরু হয়। পরে বেলা ১১টায় টিকাদান কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার। তিনি সেখানে টিকা নিতে আসা শিক্ষার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

অন্যদের মধ্যে উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া, উপ-উপাচার্য প্রফেসর মো. সুলতান-উল-ইসলাম, রেজিস্ট্রার প্রফেসর মো. আবদুস সালাম, টিএসসিসির পরিচালক ড. আরিফ হায়দার, ভারপ্রাপ্ত প্রক্টর মো. লিয়াকত আলী, ছাত্র উপদেষ্টা এম তারেক নূর, জনসংযোগ দপ্তরের প্রশাসক ড. মো. আজিজুর রহমান, চিকিৎসা কেন্দ্রের উপ-প্রধান চিকিৎসক ডা. মো. আব্দুল ওয়াদুদ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: এবার খুললো রাবির আবাসিক হল

এরপর উপাচার্য বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রে স্থাপিত ২৪ শয্যাবিশিষ্ট কোভিড-১৯ আইসোলেশন কক্ষ উদ্বোধন করেন এবং কোভিড-১৯ নমুনা সংগ্রহ কক্ষ ঘুরে দেখেন। তিনি সেখানকার সার্বিক প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন।

প্রসঙ্গত, যেসকল শিক্ষার্থীদের জাতীয় পরিচয়পত্র নেই এবং ইউজিসির ইউনিভ্যাক ওয়েবলিংকে ইতিমধ্যে কোভিড-১৯ টিকার প্রাথমিক নিবন্ধন প্রক্রিয়া শেষ করেছে তারা ১৯ অক্টোবর থেকে সুরক্ষা অ্যাপে জন্ম নিবন্ধন সনদ ব্যবহার করে কোভিড-১৯ টিকার নিবন্ধন সম্পন্ন করতে পারবে। বিশ্ববিদ্যালয় টিএসসিসি কেন্দ্রে টিকা গ্রহণের জন্য অবশ্যই সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করতে হবে এবং নিবন্ধনের কপি সঙ্গে নিয়ে আসতে হবে।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত