মমিনুলের শতকে দুইশ পেরোলো বাংলাদেশ
মমিনুলের শতকে দুইশ পেরোলো বাংলাদেশ
![]() |
কানপুরে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই ব্যাট করতে নেমেছিলেন মমিনুল হক। সেদিন ৩৫ ওভার খেলা হওয়ার পর বৃষ্টির কারণে বন্ধ হয়ে যায় ম্যাচ, এরপর দ্বিতীয় ও তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত হয়। আজ চতুর্থ দিনে খেলা মাঠে গড়ালে ৪০ রানে অপরাজিত থাকা মমিনুল মুশফিকুর রহিমকে নিয়ে ব্যাট করতে নামেন।
চতুর্থ দিনে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি একেবারেই। দ্রুতই তিন উইকেট হারায় টাইগাররা। শুরুতেই মুশফিক আউট হওয়ার পর লিটন দাস এবং সাকিব আল হাসানও ব্যাট হাতে ইনিংস বড় করতে পারেননি। এদিকে একপ্রান্তে আসা-যাওয়া চলতে থাকলেও অপরপ্রান্ত আগলে রেখেছিলেন মমিনুল। অভিজ্ঞ এই ব্যাটার দিনের শুরুতেই নিজের অর্ধশতক পূরণ করার পর মধ্যাহ্নবিরতির আগেই তুলে নিয়েছেন শতকও।
টসে হেরে আগে ব্যাট করতে নেমে প্রথম দিনেই ৩ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। ৩৫ ওভার ব্যাট করে স্কোরবোর্ডে ১০৭ রান তুলতেই হারিয়েছিল জাকির হাসান, সাদমান ইসলাম এবং অধিনায়ক নাজমুল শান্তর উইকেট। এরপর ক্রিজে মমিনুল হকের সঙ্গী হয়েছিল মুশফিকুর রহিম। মমিনুল ৪০ এবং মুশফিক ৬ রানে অপরাজিত থাকতেই বৃষ্টির কারণে বন্ধ হয় খেলা।
আজ চতুর্থ দিনের খেলা শুরুর পর মুশফিক ক্রিজে থাকতে পেরেছেন কেবল ৫ ওভার। ৪১তম ওভারে জশপ্রীত বুমরার বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরতে হয় অভিজ্ঞ এই ব্যাটারকে। ১১ রান করে মুশফিক ফেরার পর ক্রিজে মমিনুলের সঙ্গী হন লিটন দাস। তবে তিনিও আজ নিজের ইনিংস বড় করতে পারেননি।
দলীয় ১৪৮ রানে মোহাম্মদ সিরাজের বলে রোহিত শর্মার মুঠোবন্দী হয়ে সাজঘরে ফিরতে হয় তাকে। এরপর ক্রিজে আসেন সাকিব, তিনিও আউট হিয়েছেন দ্রুতই। ১৭ বলে ৯ রান করে রবিচন্দ্রন অশ্বিনের বলে আউট হন তিনি।
এদিকে একপ্রান্তে দ্রুত তিন উইকেট হারালেও অপরপ্রান্তে দুর্দান্ত খেলছেন মমিনুল হক। ভারতীয় বোলারদের দেখেশুনে খেলে সকালের শুরুতেই তিনি নিজের ব্যক্তিগত অর্ধশতক তুলে নেন তিনি, অভিজ্ঞ এই ব্যাটার এরপর মেহেদী মিরাজের সঙ্গে গড়েছেন ৩৫ রানের জুটি। দেখেশুনে খেলে তুলে নিয়েছেন সেঞ্চুরি, টেস্ট ক্রিকেটে এটি তাঁর ১৩তম শতক। মমিনুলের শতকের সঙ্গে দলীয় দুইশ রানের সংগ্রহ পেরিয়ে গেছে বাংলাদেশ। ৬ উইকেটে ২০৫ রান নিয়ে মধ্যাহবিরতিতে গেছে টাইগাররা।

আরও পড়ুন
- এবার কোটা আন্দোলন নিয়ে মুখ খুললেন মিরাজ
- কমনওয়েলথ গেমসে সোনাজয়ী শুটার আতিকুর রহমান মারা গেছেন
- এবার শিক্ষার্থীদের সমর্থনে মুশফিক-শান্তদের স্ত্রীরা
- পাকিস্তানে খেলার অনুমতি পেলেন সাকিব
- ওয়ানডে থেকে অবসর নিলেন মুশফিকুর রহিম
- প্যারাগুয়ে ম্যাচের আগে দলে পরিবর্তন আনল ব্রাজিল
- পরিবর্তন করা হলো শেখ হাসিনা স্টেডিয়ামের নাম
- বিসিবি থেকে পদত্যাগ করলেন নাদেল
- প্রথমবার আইসিসির প্যানেলে বাংলাদেশি ৪ নারী আম্পায়ার
- টানা দ্বিতীয় উইম্বলডন শিরোপার হাতছানি আলকারেজের সামনে