শাকিবের ‘তুফান’কে চ্যালেঞ্জ জানিয়ে রাখলেন জিৎ
শাকিবের ‘তুফান’কে চ্যালেঞ্জ জানিয়ে রাখলেন জিৎ
![]() |
গেল ঈদেই দেশের শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শাকিব খানের ‘তুফান’ সিনেমা। মুক্তির পরপরই দর্শকদের কাছ থেকে দারুণ সাড়া পেয়েছে এই ছবি।
দেশে সাফল্যের পর বিদেশের মাটিতেও মুক্তি পেয়েছে ‘তুফান’। ইতোমধ্যেই দুবাই, আমেরিকা, অস্ট্রেলিয়া, লন্ডনসহ বিভিন্ন দেশেও বইছে তুফান ঝড়। তবে পার্শ্ববর্তী দেশ ভারতে এখনও মুক্তি পায়নি শাকিবের ছবি।
সিনেমাটি নিয়ে ভিন্ন কিছু পরিকল্পনা থাকার কারণে আগামী ৫ জুলাই ছবিটি ভারতে মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছে তুফানের নির্মাতা ও প্রযোজকরা। একই সময় ওপার বাংলায় প্রেক্ষাগৃহ মাতাবে জিতের ‘বুমেরাং’।
ফলে টলিউডেও অন্তর্জালে চলছে শাকিবের ‘তুফান’ নিয়ে আলোচনা। যেই আলোচনায় যোগ দিয়েছেন চিত্রনায়ক জিৎ। সম্প্রতি কলকাতার একটি ইউটিউব চ্যানেলকে সাক্ষাৎকার দেন এই তারকা। যেখানে ‘তুফান’ নিয়ে কথা বলেন তিনি।
জিতের কাছে জানতে চাওয়া হয়, শাকিব খানের ‘তুফান’ মুক্তি পাচ্ছে। আপনি কি এটাকে প্রতিযোগিতা হিসেবে দেখছেন? জবাবে জিৎ বলেন, ‘না, বাজার খোলা আছে, যে কেউ আসতে পারে।’
এ সময় জিতের পাশে বসে ছিলেন ‘বুমেরাং’ সিনেমার পরিচালক সৌভিক কুণ্ডু। জিতের মুখ থেকে কথা কেড়ে নিয়ে তিনি বলেন, ‘নব্বইয়ের দশকেই বাজার খুলে রেখেছি।’
পরিচালকের কথা শুনেই হেসে ওঠেন সিনেমার আরও দুই অভিনয়শিল্পী রুক্মিণী মৈত্র ও সৌরভ। ‘তুফান’ নিয়ে আর কিছু না বললেও ঠান্ডা মাথায় যেন শাকিব ও রায়হান রাফীকে চ্যালেঞ্জ জানিয়ে রাখলেন এই তারকা।
উল্লেখ্য, নব্বই দশকের একজন গ্যাংস্টারের কাহিনি নিয়ে নির্মিত হয়েছে ‘তুফান’। রায়হান রাফী পরিচালিত এ ছবিতে শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাবিলা, মিমি চক্রবর্তী, মিশা সওদাগর, গাজী রাকায়েত, শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু প্রমুখ।

আরও পড়ুন
- চলে গেলেন অভিনয় ও আবৃত্তিশিল্পী ক্যামেলিয়া মোস্তফা
- আদ্যন্তর ব্যান্ডের মৌলিক গান ‘অপেক্ষার চিঠি’
- মাহার ব্যস্ততা
- ‘চাইম’ ব্যান্ডের জিনপ্রিয় শিল্পী খালিদ মারা গেছেন
- ফারুকীর পলিটিক্যাল স্যাটায়ার ‘৮৪০’ মুক্তি পাবে শুক্রবার
- আবারও কানে আমন্ত্রিত ঋতি
- অভিষেক হলো শাহরুখের ছোট ছেলে আব্রাম খানের
- আসিফ আলতাফের গান ‘চিনবো না কথা দিলাম`
- সাদী আসছেন পডকাস্টের দ্বিতীয় সিজন নিয়ে
- নাট্যপ্রযোজনা ‘ঊরুভঙ্গম’: ক্ল্যাসিক্যাল নাট্যভাষায় যুদ্ধবিরোধী মঞ্চবয়ান