আগ্নেয়াস্ত্র মামলায় দোষী সাব্যস্ত হলেন বাইডেনপুত্র হান্টার
আগ্নেয়াস্ত্র মামলায় দোষী সাব্যস্ত হলেন বাইডেনপুত্র হান্টার
![]() |
২০১৮ সালের একটি আগ্নেয়াস্ত্র মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন। অবৈধভাবে বন্দুক কেনার সময় মাদকাসক্তির ব্যাপারে মিথ্যা বলার জন্য স্থানীয় সময় মঙ্গলবার (১১ জুন) ডেলাওয়্যার রাজ্যের উইলমিংটনের একটি জুরি বোর্ড হান্টারকে দোষী সাব্যস্ত করেন। খবর রয়টার্সের।
ক্ষমতাসীন কোনো প্রেসিডেন্টপুত্র হিসেবে হান্টার বাইডেনের এমন মামলায় দোষী সাব্যস্ত হওয়ার প্রথম নজির এটি। ১২ সদস্যের জুরি বোর্ডের ফেডারেল আদালত হান্টারের বিরুদ্ধে আনা তিনটি অভিযোগেই দোষী সাব্যস্ত করেছে তাকে।
বিচারক শাস্তি ঘোষণার তারিখ নির্ধারণ করেননি এখনও। তবে সাধারণত ১২০ দিনের মধ্যে সাজা ঘোষণা করতে হয়।
এই ধরণের অপরাধে সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত জেল হয়। তবে হান্টারের এর আগে এ ধরণের অপরাধের সঙ্গে জড়িত থাকার রেকর্ড না থাকায় তার হালকা সাজা হতে পারে।
হান্টারের বিরুদ্ধে অভিযোগ, ২০১৮ সালে উইলমিংটনের আগ্নেয়াস্ত্রের একটি দোকান থেকে তিনি একটি রিভলবার কিনেছিলেন। আগ্নেয়াস্ত্রটি কেনার সময় তিনি নিজের মাদকাসক্তি নিয়ে ফেডারেল কাগজপত্রে মিথ্যা তথ্য দিয়েছিলেন।
হান্টার মিথ্যাভাবে দাবি করেছিলেন, তিনি মাদকাসক্ত নন। কিন্তু সে সময় তিনি মাদক ব্যবহারকারী ছিলেন। মাদকাসক্ত অবস্থায় তিনি নিজের কাছে আগ্নেয়াস্ত্র রেখেছিলেন। আদালতে নিজেকে নির্দোষ দাবি করেছেন হান্টার। তার আইনি দল বলেছে, আগ্নেয়াস্ত্রটি কেনার সময় তিনি আরোগ্যলাভ পর্যায়ে ছিলেন।

আরও পড়ুন
- আসন্ন মধ্যপ্রাচ্য সফরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারেন ট্রাম্প: রিপোর্ট
- এবার ইরানের ধর্মীয় শহর মাশহাদে ভয়াবহ বিস্ফোরণ
- ৪৩টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভ্রমণে নিষেধাজ্ঞার পরিকল্পনা ট্রাম্পের
- ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা
- চীনে রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডে নিহত ২২
- প্রার্থীতা থেকে সরে দাঁড়ালেন বাইডেন, সমর্থন কমলা হ্যারিসকে
- লস অ্যাঞ্জেলেসে উদ্ধার টিমসহ মানবিক সহায়তা পাঠাতে চায় ইরান
- বিদেশে প্রায় ৩০টি দূতাবাস-কনস্যুলেট বন্ধ করে দিতে পারে যুক্তরাষ্ট্র: রিপোর্ট
- ইরানে বিস্ফোরণের ঘটনায় চার জন নিহত, আহত বেড়ে ৫৬১
- মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ২০০০ ছাড়িয়েছে: রিপোর্ট