তিন দশক পর ভারতে ‘মিস ওয়ার্ল্ড’, লড়বেন ১০ প্রতিযোগী
তিন দশক পর ভারতে ‘মিস ওয়ার্ল্ড’, লড়বেন ১০ প্রতিযোগী
![]() |
নারীদের আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ওয়ার্ল্ড’-এর ৭১তম আসরের পর্দা উঠছে। দীর্ঘ ২৮ বছর পর শনিবার (৯ মার্চ) সন্ধ্যায় মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে শুরু হবে বিউটি পেজেন্টের গ্র্যান্ড ফিনালে।
এতে লড়াই করবেন বিশ্বের ১০টি দেশের দশজন প্রতিযোগী। এর আগে, সর্বশেষ ১৯৯৬ সালে দেশটির বেঙ্গালুরুতে বসেছিল এই আসর।
গ্র্যান্ড ফিনালে সঞ্চালনা করবেন বলিউড নির্মাতা করন জোহর। প্রায় ১৮ বছর পর মিস ওয়ার্ল্ডের মঞ্চে দেখা যাবে তাকে। সর্বশেষ ২০০৬ সালে মিস ওয়ার্ল্ডের জুরি সদস্য হয়েছিলেন করন জোহর।
মিস ওয়ার্ল্ড ডটকমের তথ্য অনুসারে, মিস ওয়ার্ল্ডের ৭১ তম আসরে গ্র্যান্ড ফিনালে বিশ্বের ১০ জন প্রতিযোগী অংশ নেবেন। তারা হলেন— অড্রে ভেনেসা (ইন্দোনেশিয়া), প্রিয়াঙ্কা রানি জোশি (নেপাল), নুরসেনা সে (তুরস্ক), ক্রিস্টিনা পিসকোভা (চেক প্রজাতন্ত্র), সোফিয়া শামিয়া (ইউক্রেন), লেসেগো কম্বো (বতসোয়ানা), হালিমা কোপওয়ে (তানজানিয়া), হানাহ তুমুকোন্ডে (উগান্ডা), লেটিসিয়া ফ্রোটা (ব্রাজিল), আচে আব্রাহামস (ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো)।
এবারের আসরে ভারত ও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন যথাক্রমে সিনি শেঠি, নীলা। কিন্তু তারা কেউ-ই সেরা দশে জায়গা পাননি।
প্রসঙ্গত, ১৯৬৬ সালে প্রথমবারের মতো একজন ভারতীয় নারী ‘মিস ওয়ার্ল্ড’ খেতাব অর্জন করেন। তিনি হলেন রেইতা ফারিয়া পোয়েল। এরপর ১৯৯৪ সালে ঐশ্বরিয়া রায় বচ্চন দ্বিতীয় ভারতীয় হিসেবে এই খেতাব লাভ করেন। এরপর ১৯৯৭ সালে ডায়না হেডেন এই খেতাব লাভ করেন।
১৯৯৯ সালে যুক্তা মুখে বিশ্ব সুন্দরীর মুকুট পরেন। তার পরের বছরই অর্থাৎ ২০০০ সালে এই খেতাব অর্জন করেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। লম্বা সময়ের বিরতির পর ২০১৭ সালে এই খেতাব লাভ করেন মানুষী চিল্লার।

আরও পড়ুন
- চলে গেলেন অভিনয় ও আবৃত্তিশিল্পী ক্যামেলিয়া মোস্তফা
- আদ্যন্তর ব্যান্ডের মৌলিক গান ‘অপেক্ষার চিঠি’
- মাহার ব্যস্ততা
- ‘চাইম’ ব্যান্ডের জিনপ্রিয় শিল্পী খালিদ মারা গেছেন
- ফারুকীর পলিটিক্যাল স্যাটায়ার ‘৮৪০’ মুক্তি পাবে শুক্রবার
- আবারও কানে আমন্ত্রিত ঋতি
- অভিষেক হলো শাহরুখের ছোট ছেলে আব্রাম খানের
- আসিফ আলতাফের গান ‘চিনবো না কথা দিলাম`
- সাদী আসছেন পডকাস্টের দ্বিতীয় সিজন নিয়ে
- নাট্যপ্রযোজনা ‘ঊরুভঙ্গম’: ক্ল্যাসিক্যাল নাট্যভাষায় যুদ্ধবিরোধী মঞ্চবয়ান