শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১ || ১৬ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

সরকারের সামনে দুই চ্যালেঞ্জ

স্টাফ করেসপন্ডেন্ট

১৭:৪৮, ৬ এপ্রিল ২০২১

৫১৭

সরকারের সামনে দুই চ্যালেঞ্জ

সরকারের সামনে দুই চ্যালেঞ্জের কথা তুলে ধরলেন ওবায়দুল কাদের
সরকারের সামনে দুই চ্যালেঞ্জের কথা তুলে ধরলেন ওবায়দুল কাদের

করোনাভাইরাসের সংক্রমণ ও সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিরোধ করা এই মুহূর্তে সরকারের সামনে বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। এই দুটি চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারি কাজের সুসমন্বয় ও দলের ঐক্য আরও সুসংহত করা জরুরি কর্তব্য হয়ে দাঁড়িয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

করোনাভাইরাস মহামারির অবনতিশীল পরিস্থিতিতে জনগণের মধ্যে ঢিলেঢালা ভাব ও উদাসীনতার বিরুদ্ধে লকডাউন বাস্তবায়নে সরকারি নির্দেশনা কঠোরভাবে প্রয়োগ করতে হবে বলেও মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

৩০৫ কোটি টাকা ব্যয়ে কক্সবাজার লিংক রোড থেকে উনচিপ্রাং পর্যন্ত ৫০ কিলোমিটার সম্প্রসারিত সড়কের উদ্বোধনী অনুষ্ঠানে মঙ্গলবার ( ৬ এপ্রিল) ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

ভেদাভেদ ভুলে দলীয় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে এ লড়াইয়ের সাহসী কান্ডারি শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে বলে মন্তব্য করেন ক্ষমতাসীন দলের এই নেতা।

বিএনপির সমালোচনা করে কাদের বলেন, ‘সবকিছুতে সরকারের ওপর দায় চাপানোর মাধ্যমে বিএনপি তাদের দায়িত্বহীনতা প্রকাশ করছে। কোনটি সরকারের দায়, কোনটি নয়, সেটিও বিবেচনায় নেওয়ার সক্ষমতা হারিয়েছেন বিএনপির মহাসচিব। সমালোচনা বিএনপিকে এমনই অন্ধ করেছে যে, এখন লঞ্চডুবি, প্রাকৃতিক দুর্যোগ ও কালবৈশাখী ঝড়ে মৃত্যুর দায়ও সরকারের ওপর চাপাচ্ছে। সামনের দিনগুলোতে হয়তো দেখা যাবে বজ্রপাতে নিহতের ঘটনায়ও সরকারকে দায়ী করবে বিএনপি।’

তিনি বলেন, ‘শেখ হাসিনা সরকার জনঘনিষ্ঠ যেকোনো ইস্যুতে সবার আগে রেসপন্স করে। দুর্যোগে মানুষের পাশে সবার আগে সহযোগিতা নিয়ে এগিয়ে যায় আওয়ামী লীগ। অন্যদিকে ঘরে বসে লিপ সার্ভিস দিয়েই বিএনপি নিজেদের দায়িত্ব শেষ করে।

আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদক আরও বলেন, ‘একটি দায়িত্বশীল রাজনৈতিক দলের এমন পলায়ন মনোবৃত্তি এবং জনকল্যাণে নিস্পৃহভাব জনগণের প্রতি বিএনপির কমিটমেন্টকেও প্রশ্নবিদ্ধ করে।’
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত