শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ || ১২ বৈশাখ ১৪৩১ || ১৫ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

অভিযোগ ওবায়দুল কাদেরের

বিএনপির পৃষ্ঠপোষকতায় হেফাজতের সহিংসতা

স্টাফ করেসপন্ডেন্ট

১৫:২১, ২৮ মার্চ ২০২১

৫১৬

অভিযোগ ওবায়দুল কাদেরের

বিএনপির পৃষ্ঠপোষকতায় হেফাজতের সহিংসতা

বিএনপির পৃষ্ঠপোষকতায় হেফাজতের সহিংসতা, বললেন ওবায়দুল কাদের
বিএনপির পৃষ্ঠপোষকতায় হেফাজতের সহিংসতা, বললেন ওবায়দুল কাদের

ঢাকা,চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের সহিংসতায় বিএনপির পৃষ্ঠপোষকতা রয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভেনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে রবিবার (২৮ মার্চ) সকালে দলের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

ওই সভায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন। শুরুতেই ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ ও ১৫ আগস্টের শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

ওবায়দুল কাদের বলেন,‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে কেন্দ্র করে সাম্প্রদায়িক গোষ্ঠী চট্টগ্রাম,ব্রাহ্মণবাড়িয়াসহ ঢাকার জাতীয় মসজিদের ভেতর যে তাণ্ডবলীলা চালিয়েছে বিএনপি সেই অপশক্তির পৃষ্ঠপোষক। সাম্প্রদায়িক অপশক্তির সহিংস তৎপরতা রুখতে আসুন আমরা বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে মুক্তিযুদ্ধের সব শক্তি এক হই।’

তিনি বলেন,‘বিএনপি স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনের কর্মসূচি ঘোষণা করেছে। কিন্তু এসব কর্মসূচি পালনের নৈতিক অধিকার তাদের আছে কি না? ঘোষিত কর্মসূচি পালন না করে করোনার অজুহাতে তাদের কর্মসূচি প্রত্যাহার করে নেয়া আরেক রহস্যের জন্ম দিয়েছে।’

খালেদা জিয়া রাজাকারদের হাতে জাতীয় পতাকা তুলে দেন উল্লেখ করে কাদের বলেন, ‘জাতির পিতাকে হত্যার পর বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান রাষ্ট্রের অসাম্প্রদায়িক ও ধর্মনিরপেক্ষতার চরিত্র গ্রাস করেন। তিনি চিহ্নিত যুদ্ধাপরাধীদের রাষ্ট্রীয় ক্ষমতার অংশীদার করে নেন।’

একাত্তরের গণহত্যার প্রসঙ্গ তুলে ধরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন,‘ইতিহাসের এ জঘন্যতম গণহত্যা এখনও আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায়নি। স্বাধীনতার এত দিন পরও পাকিস্তান এই নৃশংস অপরাধের জন্য ক্ষমা চায়নি।
 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত