শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১ || ১৫ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

দণ্ডিত আসামি দিয়ে সুবর্ণজয়ন্তীর উদ্বোধন মুক্তিযুদ্ধের অসম্মান

স্টাফ করেসপন্ডেন্ট

১৬:২১, ২ মার্চ ২০২১

৪৩৭

দণ্ডিত আসামি দিয়ে সুবর্ণজয়ন্তীর উদ্বোধন মুক্তিযুদ্ধের অসম্মান

দণ্ডিত আসামি দিয়ে সুবর্ণজয়ন্তীর উদ্বোধন মুক্তিযুদ্ধের অসম্মান
দণ্ডিত আসামি দিয়ে সুবর্ণজয়ন্তীর উদ্বোধন মুক্তিযুদ্ধের অসম্মান

দণ্ডিত আসামিকে দিয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠান উদ্বোধন করিয়ে বিএনপি মুক্তিযুদ্ধের প্রতি অসম্মান প্রদর্শন করেছে। এবং এ ঘটনায় দেশবাসী বিস্মিত। এসব কথা বলেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (২ মার্চ) চট্টগ্রাম-বোয়ালমারী রুটে বিআরটিসির দোতলা বাস উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, ‘মহান মুক্তিযুদ্ধ দেশের সর্বশ্রেষ্ঠ অর্জন, এর সুবর্ণজয়ন্তী একজন পলাতক আসামিকে দিয়ে উদ্বোধনের ঘটনায় দেশবাসী বিস্মিত হয়েছে। দলে অনেক সিনিয়র নেতা ও মুক্তিযোদ্ধা থাকতে টেমস নদীর পার থেকে অনুষ্ঠান উদ্বোধনে স্বাধীনতার প্রতি বিএনপির কমিটমেন্ট নিয়েই জনগণ এখন প্রশ্ন তুলছে।’

বিএনপি স্বাধীনতার ইতিহাসকে বিকৃতির মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধকে ভূলুণ্ঠিত করেছে বলেও অভিযোগ করেন ওবায়দুল কাদের। তার প্রশ্ন, তারা উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠীকে দেশে রাজনীতি করার সুযোগ করে দিয়ে কোন চেতনা বাস্তবায়ন করতে চায়? বলেন, ‘বিএনপির মুখে স্বাধীনতার চেতনা ভূতের মুখে রাম রাম ধ্বনির মতোই।’

বিএনপি নেতারাদের সমালোচনা করে কাদের বলেন, তারা যখন নির্বাচনে জিতে তখন এক কথা বলে, আর পরাজিত হলে বলে আরেক কথা। জনগণ ভোট না দিলেও তাদের জোর করে জিতিয়ে তবেই প্রমাণ করতে হবে দেশে গণতন্ত্র আছে?’

তিনি বলেন, সন্ত্রাসনির্ভরতায় বিএনপির আন্দোলনে মানুষ এখন আর সাড়া দেয় না। বরং তাদের আন্দোলনের কথা শুনলে মানুষ আতঙ্কগ্রস্ত হয়। আরও বলেন,  বিএনপির ভোট কেন কমে গেছে এর দায় নির্বাচন কমিশনের নয়। তারা তাদের ব্যর্থতার দায় অন্যদের ওপর চাপাতে সবসময় সিদ্ধহস্ত।’

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে সোমবার বিএনপির বছরব্যাপী কর্মসূচি উদ্বোধন করেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হন তিনি।

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত