শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১ || ১৫ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বিএনপির ৭ মার্চ পালনের সিদ্ধান্ত ইতিবাচক বললেন ওবায়দুল কাদের

স্টাফ করেসপন্ডেন্ট

১৭:০৮, ২৫ ফেব্রুয়ারি ২০২১

আপডেট: ১৭:১০, ২৫ ফেব্রুয়ারি ২০২১

৫৩১

বিএনপির ৭ মার্চ পালনের সিদ্ধান্ত ইতিবাচক বললেন ওবায়দুল কাদের

বিএনপির ৭ মার্চ পালনের সিদ্ধান্ত ইতিবাচক বললেন ওবায়দুল কাদের
বিএনপির ৭ মার্চ পালনের সিদ্ধান্ত ইতিবাচক বললেন ওবায়দুল কাদের

ঐতিহাসিক ৭ মার্চ পালনে বিএনপির সিদ্ধান্ত দেশের রাজনৈতিক পরিবেশে ইতিবাচক আবহ তৈরি করবে। এমনটা মনে করছেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। 

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা তিনি এ কথা বলেন। সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ আলোচনা সভায় যুক্ত হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

আওয়ামী লীগের পক্ষ থেকে তিনি বিএনপির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেন, ঐতিহাসিক ৭ মার্চকে যারা এতদিন নিষিদ্ধ করে রেখেছিল তারাই এখন ৭ মার্চ পালন করবে। বিএনপির এই সিদ্ধান্তকে আওয়ামী লীগ স্বাগত জানায়। বিএনপির এ প্রচেষ্টা দেশের রাজনৈতিক পরিবেশে ইতিবাচক আবহ তৈরি করবে।

ওবায়দুল কাদের বলেন, দীর্ঘদিন ইতিহাসের পায়ে শেকল পরে রাখা হয়েছিল, করা হয়েছিল বিকৃত। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশের মানুষ ও নতুন প্রজন্ম দেশ ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারছে।


 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত