শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ || ১৩ বৈশাখ ১৪৩১ || ১৫ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

বিএনপি নেতাদের গোপনে নয় জনসম্মুখে টিকা নিতে বললেন তথ্যমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট

১৮:৩০, ২৩ ফেব্রুয়ারি ২০২১

৫০২

বিএনপি নেতাদের গোপনে নয় জনসম্মুখে টিকা নিতে বললেন তথ্যমন্ত্রী

লুকিয়ে না নিয়ে জনসম্মুখে টিকা নিতে বিএনপি নেতাদের প্রতি তথ্যমন্ত্রীর আহ্বান
লুকিয়ে না নিয়ে জনসম্মুখে টিকা নিতে বিএনপি নেতাদের প্রতি তথ্যমন্ত্রীর আহ্বান

বিএনপির অনেক নেতা লুকিয়ে লুকিয়ে টিকা নিয়েছেন বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। দলটির নেতাদের গোপনে লুকিয়ে লুকিয়ে না নিয়ে জনসম্মুখে টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। 

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ‘বঙ্গবন্ধু : বাংলাদেশ-ভারত সম্পর্ক’ শীর্ষক এক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, দেশে টিকা নিয়ে বিরূপ প্রচারণা চালানো হয়েছে। যারা এই বিরূপ প্রচারণা চালিয়েছিলেন, তারাও এখন টিকা গ্রহণ করছেন।

তিনি বলেন, ১৯৭৫ সালে দেশ যখন উল্টো পথে হাঁটা শুরু করল, তখন ভারতের বিরুদ্ধে কথা বলে ভোট নেওয়ার চেষ্টা চালানো হয়েছে। সেই কারণে দেশের অনেক ক্ষতি হয়েছে। দেশে বিএনপিসহ কয়েকটি রাজনৈতিক দল আছে, যাদের মূল কাজ হচ্ছে ভারতবিরোধিতা। যখন নির্বাচন আসে, তখন তারা ভারতবিরোধিতাকে সামনে নিয়ে আসে।

মুক্তিযুদ্ধে বাংলাদেশের জনগণকে ভারতের সহযোগিতা এবং বঙ্গবন্ধুকে পাকিস্তানের কারাগার থেকে মুক্ত করতে দেশটির তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকার কথা স্মরণ করেন তথ্যমন্ত্রী।

সভায় ইমক্যাবের সভাপতি বাসুদেব ধরের সভাপতিত্বে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী, প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিনসহ অন্যান্যরা ছিলেন।


 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত