খালেদা জিয়ার অবস্থা আশঙ্কাজনক, দোয়া চাইলেন ফখরুল
খালেদা জিয়ার অবস্থা আশঙ্কাজনক, দোয়া চাইলেন ফখরুল
![]() |
বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার অবস্থা আশঙ্কাজনক জানিয়ে তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (২২ জুন) বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বেগম জিয়াকে দেখতে যান মির্জা ফখরুল। সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
ফখরুল বলেন, সিসিইউতে খালেদা জিয়ার চিকিৎসা চলছে, তার অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসক-নার্স ছাড়া কাউকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।
তিনি বলেন, বেগম জিয়ার চিকিৎসায় নিয়োজিত ডাক্তাররা আবারও বোর্ড মিটিং করবেন এবং পরবর্তী করণীয় নির্ধারণ করবেন।
এদিকে, বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়ার চিকিৎসা চলছে। এর বেশি কিছু বলার নেই। আপনারা দোয়া করবেন।
এর আগে, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শুক্রবার (২১ জুন) দিনগত রাতে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
৭৯ বছর বয়সী বিএনপির এই নেত্রী ডায়াবেটিস, আর্থারাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার ও কিডনির বিভিন্ন জটিল রোগে ভুগছেন।
সর্বশেষ গত ২ মে স্বাস্থ্য পরীক্ষার জন্য বেগম জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল। ওই সময় চিকিৎসকরা তাকে সিসিইউতে রেখে দুইদিন চিকিৎসা দেন।

আরও পড়ুন
- কোটা নিয়ে আপিল বিভাগের শুনানি রোববার
- টানা ২য়বারের মত ‘৫ম এমারজিং এশিয়া ইনসিওরেন্স এ্যাওয়ার্ড’ অর্জন করলো সোনালী লাইফ ইন্স্যুরেন্স
- ছারছীনা দরবার শরীফের পীরের মৃত্যু
- মেট্রোরেলের ৪ স্টেশন বন্ধ
- টিএসসিতে পুলিশের সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ শিক্ষার্থীরা
- সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
- পুলিশের সঙ্গে সংঘর্ষে রেসিডেনসিয়াল কলেজের শিক্ষার্থী নিহত
- পুলিশ-আন্দোলনকারী সংঘর্ষে রণক্ষেত্র শনিরআখড়া
- উত্তরায় গুলিতে আন্দোলনরত ৪ জন নিহত
- কোটা আন্দোলন
বরিশাল-ঢাকা মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ