রোববার   ০৫ মে ২০২৪ || ২১ বৈশাখ ১৪৩১ || ২৪ শাওয়াল ১৪৪৫

অপরাজেয় বাংলা :: Aparajeo Bangla

দেশ ভয়াবহ দুর্যোগের মধ্যে রয়েছে: মির্জা ফখরুল

অপরাজেয় বাংলা ডেস্ক

২২:৫৩, ৪ এপ্রিল ২০২৪

১৬১

দেশ ভয়াবহ দুর্যোগের মধ্যে রয়েছে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ একটা ভয়াবহ দুর্যোগের মধ্যে রয়েছে। একটি দল নিজেদের ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য বছরের পর বছর রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে চলছে। জনগণের কাঙ্ক্ষিত গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে। 

বৃহস্পতিবার (৪ এপ্রিল) ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপি আয়োজিত এক ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

মির্জা ফখরুল বলেন, ‘গত ২৮ অক্টোবর স্বপ্ন নিয়ে ঢাকায় গিয়েছিল দেশের জনগণ। সেদিন তারা রাষ্ট্রযন্ত্র আইনশৃঙ্খলা বাহিনীকে লেলিয়ে দিয়েছিল। আমাদের আন্দোলন নস্যাৎ করতে তারা গুলি পর্যন্ত চালিয়েছে। কিন্তু আমাদের আন্দোলন থামাতে পারেনি।’

তিনি আরও বলেন, ‘আমরা বিএনপিকে ক্ষমতায় নিয়ে যেতে আন্দোলন করছি না। আমরা জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ের জন্য আন্দোলন করছি। আর এ আন্দোলনের মধ্য দিয়ে আমরা গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনবো। আমাদের আন্দোলনে গোটা বিশ্ব সমর্থন করছে।’ 

অতীতে আওয়ামী লীগ বাকশাল প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, এখন আবারও তারা ভিন্ন কৌশলে একদলীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাইছে। চারদিকে অভাব-অনটন চলছে। দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে। দেশ একটা ভয়াবহ দুর্যোগের মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছে।’ এসময় সবাইকে ঐক্যবদ্ধ থেকে আন্দোলন করার আহ্বান জানান মির্জা ফখরুল। 

Kabir Steel Re-Rolling Mills (KSRM)
Rocket New Cash Out
Rocket New Cash Out
bKash
Community Bank
খবর বিভাগের সর্বাধিক পঠিত